সারাদিনের ক্লান্তি নিয়ে রাত্রে যখন ঘরে ফিরি তখন দেহের প্রতিটি অঙ্গ প্রতঙ্গ বলে,"একটু ঘুমাই।"
কিন্তু বিধি বাম।সেই সুযোগ আপাতত আজ নেই। কাল আবার দুইটা এক্সাম আছে।। বই গুলো সকরুণ দৃষ্টিতে তাকিয়ে বলছে,"বাবারে,আমাকে কি এভাবেই ফেলে রাখবি!! অন্তত একটু নাড়াচাড়া কর! "
কি আর করা! বাধ্য হয়ে নাড়াচাড়া করতেই হচ্ছে। কিন্তু পরিশ্রমের ক্লান্তি ভারে দেহ খানি যেন উঠতে চায় না।সেই সাথে দু চোখে রাজ্যের সব ঘুম এসে বারবার কড়াঘাত করছে!
আমি কই যে যাই!!! :)
এদিকে পিটপিটানি মাথাটা বলছে, "কাল খুব ভোরে জাগতে হবে।যদি খেয়ে বাহিরে যেতে চাও, তবে হাড়ি পাতিল...
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৫
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৫
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৫
- ৯:৫৭:০০ AM
তোর জানালার গ্রীল ধরে কত দিন দাড়াইনি, মনে আছে তোর? দুটো শীত কাল গত হয়ে গেলো কবে কোনদিন? মাঘের বাঘ পালানো শীতে,কুয়াশার চাদর মুড়ি দিয়ে গ্রীলের ফাঁক গলে ফেলে আসা উষ্ণ আয়োজন, মনে আছে তোর?
সদর দরজার তালাটার বড্ড বেশিই বাড়াবাড়ি ছিল, খুলতে গেলে শব্দ হত খুব; মনে আছে তোর? সেই সব ঘর পালানো, বুক জ্বলানো রাত্রি গুলি, শীতের কোপে ঠকঠকানির! বুকের মাঝে মুখটা ঘেঁষে রাত দুপুরে বুনতে থাকা স্বপ্নগুলির, মনে আছে তোর? নিয়ন বাতির ঝাপসা আলোয় বুকের উপর তিলটি খোঁজা, কতভাবে যে জড়িয়ে ধরে হাতটি গোঁজা! মনে আছে তোর?
নাহ! মনে নেই তোর। যখন হৃদয় জুড়ে অন্য কারো ছবিটি আঁকা, বুকের...
সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৫
- ১০:৪৫:০০ PM
মনে হয়!! যদি কোন রাত আর কখনো ভোর না হত, আধারের অদৃশ্য ছায়া গুলো যদি না আর ফিরে ফিরে আসত, তবে কতই না ভালো হত!! মনে হয়, যদি কোন পূর্ণিমার চাঁদ কষ্ট পেয়ে ক্ষয়ে ক্ষয়ে অমাবস্যা না হত, আর চাঁদের বুড়ির চরকা কাটা তোমার আমার একসাথে দেখা হত, তবে কতই না ভালো হত!!
অথবা, যদি তোমার তুলতুলে নরম হাত ধরে আকাশের তারা গোনা যেত, একটা একটা করে.. আর হিসেব কষে স্বপ্ন আঁকা যেত, রাতের ক্যানভাস জুড়ে, তবে কতই না ভালো হত!! যদি আজ রাত,এই রাত, কোন রাত আর ভোর না হত, তবে কতই না ভালো হত!!
#
Nilkanto( নীলকান্ত)...
বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৫
- ৯:৫৭:০০ PM
প্রিয়তা, তুমি আমার সুখের সময় যেমন আমার পাশে থাকো, তেমনি দুঃখের সময়ও সুখের স্পর্শ দিতে এগিয়ে আসো। তুমি এভাবেই পাশে থেক আমার।তুমি পাশে থাকলে অনেক সাহস পাই,ভরসা পাই।জীবন যুদ্ধে লড়াই করার জন্য আবারো শক্তি পাই।
স্বীকার করছি আমার জীবন অনেক ছন্নছাড়া, অগোছালো টাইপের।কিন্তু বিশ্বাস করো,এখন খুব গুছিয়ে চলতে ইচ্ছে করে।ইচ্ছে করে যে, একটা সুন্দর স্বপ্ন সাজাই তোমাকে নিয়ে।যেখানে তোমার আমার ভালোবাসা দিয়ে সাজানো গোছানো একটা ঘর থাকবে,সুখ থাকবে, সচ্ছল একটা জীবন থাকবে। এ স্বপ্ন দেখা কি পাপ? তবে অনেক সময় কিছু বিলাসী স্বপ্নে আমি খুব বিভোর হয়ে যাই।বিভোর হয়ে যাই, একটা...
- ২:০৭:০০ PM
প্রিয় স্বপ্নচারিনী,
সকালের স্বপ্নটা যদি সত্যি হয় তবে তুমি আর ফিরে এসো না।বরং যে পথে যাচ্ছো তুমি তা আমার হৃদয়টা ফালা ফালা করে দিলেও, তোমার হৃদয়ে দক্ষিনা হাওয়ায় যে পাল উড়িয়েছে আমি তাতেই খুশি। তুমি জানো, কষ্টের বালুচরে দাড়িয়ে গভীর দরিয়ায় তীব্র বেগে ধেয়ে যাওয়া তোমার পাল তোলা নাও দেখে হয়ত বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠবে।হৃৎপিন্ডের ব্লক গুলো হয়ত হৃৎকম্প খুব শীঘ্রই বন্ধ করে দেবে, তোমার পাষানী হৃদয় সে খবর তাচ্ছিল্যভরে সরিয়ে দেবে।কিন্তু এতদিনের সেই সব মধ্যরাতের স্মৃতিগুলো নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে আরেকটা বার।তখন তুমি বুঝবে!
তুমি খুব ভালো করেই জানো,আমার...
- ১২:২৬:০০ PM
আমি ভেবেছিলাম, তুমি সারারাত জেগে
আমাকে পত্র লিখেছো;
যেমনটা তোমার জন্য লিখেছি
আমি কবিতা।
ভেবেছিলাম,হয়ত টুপ করে,
হঠাৎ সামনে পড়বে এক টুকরো মোচড়ানো কাগজ,
তাতে রাত জাগা চোখের কাজল,
হৃদয়ের নীরব ভাষা আর
তোমার সলজ্জ চাহনি থাকবে।
আমি ভেবেছিলাম,
আমার মত তোমারও কাটছে নির্ঘুম রাত,
দশটা-বারোটা,দুইটা -তিনটা করে।
হয়ত,তোমার উদাসী মনের উঠোনে জড়ো হয়েছিলো,
স্বপ্নের টকটকে লাল গোলাপ-
নীরবে-নির্জনে রাতের ক্যানভাসে।
ভেবেছিলাম, হয়ত সকাল হলেই
শিশিরের বিন্দু জমে থাকবে সেখানে।
আর,ভ্রমরের আনাগোনায় তোমার
লজ্জা রাঙা ঠোটের কোনে পাবো-
ভীত অথচ প্রেমার্ত দৃষ্টিতে
সৃষ্টির আহবান।।
নীলকান্ত
১০/১০/২০১৩...
- ১০:২৩:০০ AM
আমার মত তোমরা এমন ভুল করো না। ------------------------------------------------- নিজের হাজারো ভুল সিদ্ধান্তের মাশুল দিতে দিতে আজ বড় ক্লান্ত লাগছে। একের পর এক ভুল,একের পর এক পর্যুদস্ত হওয়া আর ভালো লাগে না। সামনে জীবনের ফসল তোলার যখন সময় এসে যাচ্ছে তখন নিজের অনাবাদী জমির দিকে তাকিয়ে বড়ই পরিতাপ হচ্ছে।কিন্তু কিছু করার নেই।। আগাছা পরিমন্ডিত ফসলের ক্ষেত থেকে ভালো কিছু আশা করা যায় না। বলবেন হয়ত,"এখনো সময় আছে,ঘুরে দাড়াও।"কিন্তু কি করে ঘুরবো? ঘাড়ে যে প্রচন্ড ব্যাথা।ঘাড় ঘুড়াতে সম্পুর্ন শরীর টাকেই ঘুড়াতে হবে।কিন্তু তা আজ প্রায় অসম্ভব। নিজের বোকামী,ছেলে মানুষী,আর...
- ১০:১৮:০০ AM
ধুলো জমা স্মৃতির পাতা হাতড়ে কখনো সুখগুলো খোঁজার চেষ্টা করি।তারপর, একটা একটা করে মহাকালের অতল গহবরে নিমজ্জিত সেইসব ভালো দিনগুলো যখন তুলে আনতে চাই উপরে। তখনই সুতোয় টান পড়ে।অতীতের হাজারো ভুলগুলো নিচের দিকে আকড়ে ধরে লাল পিঁপড়ের মত।
তারপর, অসংখ্য কামড়ের যন্ত্রণায় কাতরে উঠে আমার সুখের সূতো।
আঘাতে আঘাতে,কামড়ে-কামড়ে জীর্ণ সুখ গুলো মুক্তি চায়।
"দাও,দাও, আমাকে মুক্তি দাও।"
চলে সুখের আর্তনাদ আর ভুলগুলোর জয়োল্লাস ।
বিমর্ষ মন বলে,
"বরং এই ভালো তুই যেখানে আছিস, সেখানেই থাক।"
তাই হারিয়ে যাওয়া সুখগুলোকে আবারো মহাকালের স্রোতে ভাসিয়ে দিয়ে বলি,...
- ১:৫৫:০০ AM

প্রিয় প্রথম প্রেম, লিপির প্রথমে ভালোবাসা নিতে বলবো সে ক্ষমতা আমার নেই। আজ তোমার বিয়ে। শুনে ভালো লেগেছে না খারাপ লেগেছে সে কথা বলতে চাই না।শুধু সেই ২০০২ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত কিছু সময়ের কথা মনে পরে গেলো তাই দু কথা লিখছি। শৈশবের অবুঝ ভালোবাসা যৌবনে যে দোলা দিয়েছিলো তার পরিনতিতে তোমায় হারিয়েছি। সেটাই আমার সবচেয়ে বড় পরাজয়। তা না হলে হয়ত জীবনের ইতিহাস একটু অন্য রকম হত।যাই হোক, সেই ভুলের চরম মূল্য দিয়েছি গত চার বছর। শুরুটা সেখান থেকে...
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৫
- ৯:৩৪:০০ AM
★★To avoid road accident we have to know & obey the traffic rules..★★ Why CFSS campaign for? ★Sometimes we are passengers and sometimes we act as a Driver. ★Most of us drive motor bikes,by cycles and some of us professionally drive CNG, Auto Rickshaws,Auto Van and other vehicles. ★Are we aware of basic traffic rules? Answer is, No, no at all. But to avoid road accident we have to know. We have to obey the rules. We have to aware others to obey the traffic rules when we travels by those vehicles. ★If we know it,if we obey it and if...