:::: MENU ::::
  • slider image 3

    I am who I am because of you.

  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

  • slider image 1

    Take my hand, take my whole life too.

  1. 1
  2. 2
  3. 3

বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

  • ৬:৩৫:০০ PM
অনেকবার ভেবেছি রাজনৈতিক কোন বিষয় নিয়ে কোন পোষ্ট করবো না। দেশ যেখানে আছে,যেখানে যাচ্ছে যাক। কিন্তু একজন নাগরিক হিসাবে চুপ থাকিতেও পারছিনা।আচ্ছা, বলেন তো, বাংলাদেশের যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন তারা কেন স্বৈরাচারী হয়ে উঠে?কেন তারা সত্যের পথে থাকতে পারে না? কিংবা কেনই বা রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসন যন্ত্র দূর্নীতিগ্রস্থ হয়?আপনারা আপনাদের মতামত দিয়ে যাবেন আশা করি। আর আমার ব্যক্তিগত মতামত টা আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন ব্যাপারটা আপনার সাথে মেলে কিনা!আমার মতে, আমাদের দেশের সংবিধান আমাদের দেশের রাজনৈতিক দল গুলোকে স্বৈরাচারী আর দূর্নীতিগ্রস্থ...

সোমবার, ৬ মে, ২০২৪

  • ৩:৩৪:০০ PM
যদি বছর পঁচিশ পর, কাঁচাপাকা চুলে আসে বয়সের ছাপ,বাঁ পাজড়ের নীচে থাকা প্রেস মেকারে ধুকে ধুকে চলে হৃদস্পন্ধন, সেদিনও তোমায় ভালবেসে যাবো।পথ চলতে চলতে ক্লান্ত হয়ে যদি তুমিপেছন ফিরে চাও, দেখবে সেদিনও তোমার হাতধরার জন্য আমি হাত বাড়িয়ে আছি।যদি আরো বছর দশ পরচামড়ার ভাজে ভাজে জেগে উঠে বয়সের ছাপ,শরীরের ভার বইতে না পারে বৃদ্ধ পা,তোমার হাতের লাঠি হয়ে সেদিনও ভালবেসে যাবো।একশত বিশ শতাব্দীর স্মৃতির আস্তরণেযদি ধূলো জমে যায়!মোটা ফ্রেমের চশমার নীচে ক্ষীন দৃষ্টির চোখ দুটো যদিছলছলিয়ে উঠে! রুমাল হাতে মুছে দেবার জন্যসেদিনও দেখবে আমি পাশে বসে আছি।যদি...

রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

  • ২:১৬:০০ PM
দরজার আড়ালে লোনা জল লুকোনো যায়,কষ্ট লুকোনো যায় না।তুমি লুকিয়ে চোখের জল ফেলো, সিঁড়ির ধাপে ধাপে আমার চলে যাবার পদশব্দে তোমার বুকের মধ্যে ঝড়ো কষ্ট হুহু করে উঠে।আমি  বুঝি,আমি অনুভব করি সেই সব দ্রুত থেকে দ্রুততর হওয়া হৃৎস্পন্ধন,তোমার হাহাকার।শুনি সেই বেদনার করুণ সুর,যে সুরে তুমি আমায় পেছনে ফিরিয়ে আনো।আমি স্তব্ধ হয়ে যায়।চোখের জল মুছে হাসির আড়ালে হাহাকার লুকাই,তোমার মত করে।তারপর আবার মনকে ভুলিয়ে সামনে এগুই।পেছনে পরে থাকে তোমার জলে ভেজা চোখ।আমার ভালোবাসা। ধৈর্য্যের মিথ্যে শান্তনা দিয়ে মনকে বুঝাই,এই তো আর ক'টা দিন।তারপর তো সব আগের...

সোমবার, ১ এপ্রিল, ২০২৪

  • ৯:৫৮:০০ AM
ধূলো আর কাঁদাতে মাখামাখিআমার গাঁয়ের মেঠো পথ,কত অবহেলা ছিলো তার প্রতি..ছিল অজস্র রাগ অভিমান,নাগরিক সুবিধা যত আছে ঐজমাকালো শহরে,না না, এ গ্রাম, এ মেঠো পথ,এ নয় আমার উপযুক্ত স্থান।।মনের ভেতর জমকালো ঐ শহরের হাতছানিনিয়ন বাতি, টিং টিং রিক্সা আর মোটরের হর্ণসারারাত জেগে থাকা শহরের বুকেকি না জানি আছে কোন সাত রাজারই ধন!আছে শিক্ষার পরিবেশ, হবে নতুন বন্ধু শতআমিও এগিয়ে যাবোপেরুবো আছে বাধা যত,হবে উপযুক্ত কর্মসংস্থান,না না, এই গ্রাম,এই মেঠো পথ,এ নয় আমার উপযুক্ত স্থান।।অতঃপর দৃঢ় মনোবল, দৃপ্ত শপথধরেছিলাম জমকালো শহরের পথ।কত রঙিন আলো,কত শত মানুষ, বন্ধু,বান্ধব, ...
  • ৯:৪৫:০০ AM
হঠাৎ ঘুম থেকে জেগে ওঠা আঙুলের ফাঁকে সিগারেট।ধোয়া উঠা কুয়াশাডায়েরির ছেড়া পাতাকলমের কালি শেষ। ভাল নেই বলেই আমি, ভালো আছি বেশ।। ধরে রাখা হাত, নির্ঘূম রাতজমাট স্বপ্নের প্লাটিলেট।ফেলে আসা দিনসবশেষ চুম্বন নেই কিছু আর অবশেষ।ভাল নেই বলেই আমি, ভালো আছি বেশ।। #নীলকান্ত২ নভেম্বর ২০২২3:30 am...

সোমবার, ১১ মার্চ, ২০২৪

  • ৬:৪৫:০০ AM
প্রোফাইলে এখন দুজনের ছবি শোভা পায়।সিংগেল স্ট্যাটাসটাও In a relationship.আঙুলে জ্বলজ্বল করা রিংটা বলে দিচ্ছেএংগেজড। রিলেশনটাও বেশ Deep.তাই ভার নেই আর।মাথার উপর চাপ নেই অপরাধবোধের।হালকা ভাবে নেমে গেছে হৃদয়ের ভার।বেশ উৎফুল্ল ভেতরের প্রেমিক মন,শুধু মাঝে মাঝে ভিজে যাচ্ছে দু চোখের কোণ,তবুও চাপ নেই আর।নেমে গেছে জমা রাখা হৃদয়ের ভার।প্রোফাইলে এখন চশমা পড়া ছেলেটার পাশেটোল পড়া গাল।একদিন এই প্রেমিকের চোখেও চশমা ছিলো,কিন্তু প্রোফাইলে এই ফটো আপডেট করার সাহস হয়নি।এখন অবশ্য বিষয়টা অন্য,রিলেশনশিপ স্ট্যাটাসে কমপ্লিকেটেড থেকেএখন হয়েছে ম্যারিড টু...আগের আর এখনকার...

বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

  • ১১:৫৩:০০ AM
প্রিয়তা,তুমি আমার সুখের সময় যেমন আমার পাশে থাকো, তেমনি দুঃখের সময়ও সুখের স্পর্শ দিতে এগিয়ে আসো।তুমি এভাবেই পাশে থেক আমার।তুমি পাশে থাকলে অনেক সাহস পাই,ভরসা পাই।জীবন যুদ্ধে লড়াই করার জন্য আবারো শক্তি পাই।স্বীকার করছি আমার জীবন অনেক ছন্নছাড়া, অগোছালো টাইপের।কিন্তু বিশ্বাস করো,এখন খুব গুছিয়ে চলতে ইচ্ছে করে।ইচ্ছে করে যে, একটা সুন্দর স্বপ্ন সাজাই তোমাকে নিয়ে।যেখানে তোমার আমার ভালোবাসা দিয়ে সাজানো গোছানো একটা ঘর থাকবে,সুখ থাকবে, সচ্ছল একটা জীবন থাকবে। এ স্বপ্ন দেখা কি পাপ?তবেঅনেক সময় কিছু বিলাসী স্বপ্নে আমি খুব বিভোর হয়ে যাই।বিভোর হয়ে যাই, একটা পরিপাটি,...

মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

  • ৮:০৫:০০ PM
অসমাপ্ত কাব্যের ইতি টেনেছি সে সেদিনই,যেদিন তুমি এলে।টোল পড়া গালের হাসি,বাঁকা চোখের চাহনি থেকে হাজার শাহনামার শব্দ নিয়ে তাতেই কাব্যের ইতি টেনেছি,তারপর উড়েছি ডানা মেলে,স্বপ্ন নিয়ে।অসমাপ্ত গল্পের তানপুরা টার যে তার ছিঁড়েছে,বেসুরা বাদকের হাতে তাতেঈ আবার সুর মিলেছে।ছন্নছাড়া জীবন নায়েরভাঙা দাঁড়েই টান পড়েছে! তোমার দেয়া স্বপ্ন নিয়ে।সেইসব গুমরে মরা কষ্ট গুলোর দিন গিয়েছে,এবারঅগনিত বায়ু চুম্বন সব বুকের মাঝেভর করেছে।কম কি তা? ফেলে রাখা কলম এবার মুখ খুলেছে,অসমাপ্ত কবিতাগুলো প্রাণ পেয়েছে,কম কি তা?না,কম কিছু নয়।এ যে ভাঙা ডালায় মুক্তো মণিরভর...

শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

  • ৭:৩৭:০০ PM
পথেরও শেষ হয়, ক্লান্তিতে নুইয়ে পড়ে অশরীরী মন,বিষাদের ছায়া ঠেলে বারে বারে ফিরি,অতীতের বুকে, যদি তবু এতটুকু সুখ খুঁজে পাই।। তারপর,স্বপ্নের গলা টিপেচেয়ে সদূরে,ভুলে যাই আমি আর তো সেই আমি নাই।।#নীলকান্ত©...

বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

  • ৩:২৮:০০ AM
তখন ২০১৫ সাল। জানুয়ারি মাস। তারিখ সম্ভবত ৫ ছিলো যেদিন আমার একশত বিশ শতাব্দীর যাত্রা শুরু হয়েছিলো। আজো সেই স্মৃতি বারেবারে ফিরে আসে স্মৃতিপটে। বেদনার জ্বলোচ্ছাস আছড়ে পড়ে হৃদয়তটে।আমি নিরুপায় চেয়ে রই।।...
Writer information NILKANTO