আমার একলা জাগা রাত
আমি একলা আছি ভালো।
আমার উদাস উদাস মন,
মনের আকাশ ভারী কালো।।
তোর হাতে আজ অন্য কারো হাত,
আমার একলা কাটে রাত,
তোর আকাশে অন্য কোন মেঘ
আমার নেই তো কোন রাগ।।
আমার বিশ্বাসেরই আলো,
সেসব স্বপ্ন ভেঙে গেলো
আমার একলা জাগা রাত
আমি এই তো আছি ভালো।
আমার উদাস উদাস মন,
মনের আকাশ ভারী কালো।।
আমার একলা জাগা রাত
আমি একলা আছি ভালো।
আমার উদাস উদাস মন,
মনের আকাশ ভারী কালো।।
তোর হাতে অন্য কারো হাত,
আমার একলা কাটে রাত,
তোর আকাশে অন্য কোন তারা
আমি একলা পথহারা,
আমার দুঃখ অভিমান
তুই থাকিস তবু ভালো,
আমার...
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
- ২:১১:০০ PM
তোর বুকের ঊষ্ণতা নিয়ে ঘুমাবো বলে
শতাব্দীর ঘুমকে করেছি বিদায়,
খুঁজে খুঁজে ভোর হয়েছে শীতের শত রাত
কাব্যিক ঊষ্ণতায়।
একে একে বেধেছে সুর,
হৃদয়ের কোণে একশত বিশ শতাব্দীর
ফেলে আসা প্রেম, আমার অতৃপ্ত স্মৃতিরা
ভাঙা মন্দিরায়।
বেসুরা তালে
এখনো সুখ খুঁজে ফেরে মন আঁধারের গর্তে
রাত্রি জাগায়।
তবু তুই ভাল থাক নিয়ে তোর সুখ
আমি ভুলে যাব উড়তে আবার,
বন্দী হয়ে নাহয় অন্য খাঁচায়।
যেভাবে
তুই খুঁজে নিলি অন্য কোন মুখ,
অন্য কারো খোঁচাখোঁচা দাঁড়ির স্পর্শে
শিহরিত তোর বুক।
অন্য কারো ঠোটের স্পর্শে আজ
আন্দোলিত...
- ২:০৭:০০ PM
তোর জন্য এবার না হয় ফুচকাওয়ালা হলেম,
সাতমাথাতে দাড়িয়ে রব,নো প্রবলেম!
বাবুর্চিই না হয় হলেম এবার, রসইখানায় খুন্তি হাতে,
ছা-পোষা এক ওয়েটার হব, পাড়ার মোড়ের হোটেলটাতে!
তোর জন্য এবার না হয়, রিক্সাওয়ালাই হলেম,
ঠেলা ঠেলে খাওয়াবো তোকে,নো প্রবলেম!
ছনের ঘরে থাকবো না হয়,খাবো মোটা চাল,
মাছ-মাংস নাই বা হলো, খেলাম দেশি ডাল!
অনাহারেও রাত্রি আমার, হবেই না হয় ভোর,
টোলপড়া ওই গাল খানিতে থাকলে হাসি তোর!
(সংক্ষিপ্ত)
#নীলকান্ত© ৮:৫৪ পিএম
প্রকাশঃ ১০ মার্চ ২০১৫ ইং...
- ২:০৪:০০ PM
...দুজনে মত্ত ছিলাম উন্মাদনায়,
অতঃপর হয়েছিল মিনারের গায়ে
শুভ্র বর্ষণ রক্তজবায়।
ধীরে ধীরে নুইয়ে পড়া মিনার
আর রক্তজবার ভেজা পাপড়ি নিয়ে
দুজনে ছিলাম গভীর আলিঙ্গনে।
কত নরমল হয়ে গেছে বিষয়গুলো তাই না!!!
আর কখনোই এসব দাগ কাটে না!
কত দ্রুত বদলে গেছে সব।
তুমিও আছো, আমিও আছি
শুধু নেই, সেইসব কলরব।।
"তখন দুজনের পাগলামি টা বেশি ছিল
আর এখন দুজনেই বুড়ো হয়ে গেছি।"
হা হা হা। অনেক টা তাই।
অনেক বুড়ো হয়েছি।বুড়ো মন নিয়ে।
ভালবাসার দীনতায়।
রক্তজবার পাপড়ি গুলো তে হয়ত ভাজ পড়েনি এখনো,
তবুও মিনার নেই রক্তজবার চাওয়া পাওয়ায়।
শুভ্র...
- ২:০৪:০০ PM
ধ্রুব নাকি ধ্রুবক!------------------------কবিতার অন্ত্যমিলে খুঁজে চলি অবিরামছন্নছাড়া জীবন, মেঘ কালোকেশীরমণীর টোল পড়া গাল, জোড়া ভ্রু,পশমি বলের মত বুক, কাব্যিক হাসি।পার্কের বেঞ্চে বসে যাকে প্রথম দেখেছিলাম,চারসহস্র শতাব্দী বছর আগে।তারপর স্বপ্ন সাজিয়েছিলাম দুজনে একসাথে,দু'রুমের ফ্লাটে স্বপ্নগুলোর হয়েছিল স্থান।তারপর একশত বিশ কিংবা তার কিছু বেশীশতাব্দী কেটেছে উন্মত্ত জৈবিক সাধনায়।শতাব্দীর সুখ সে তো দিয়েছিল আমায়।সেই জোড়া ভ্রু,কালোকেশ, টোল পড়া গাল।সেই সব ঝড়ের রাত, শীতের কুয়াশাসকালের মিঠে রোদ, সম্পর্কজাল।সে তো আমার নয়, আমিই ছিলাম তার,কিন্তু কি আশ্চর্য!...