কষ্ট
নীলকান্ত
একবার যখন, বুকের পাঁজর ভেঙ্গেছিল
আমি কেঁদেছিলাম।
একবার যখন মন দিয়েছিলাম
আমি ভেবেছিলাম,
আমি নিশ্চুপ ছিলাম।
দ্বিতীয় বার যখন মনটা শান্ত ছিল
কারো করাঘাতে অশান্ত হল
আমি স্তব্ধ হলাম।
দ্বিতীয় বার যখন হৃদয় ভাঙলো
সেবার আমি কাদিনি
তবে খুব কষ্ট পেয়েছিলাম।
তাই আর কারো হাতছানি
আমায় কাছে ডাকতে পারেনি,
বিশ্বাস ভাঙা হৃদয়ে আর,
কখনো এতটুকু বিশ্বাস জমেনি।
কিন্তু হঠাৎ -
কেউ একজন চুপিসারে
হৃদয়ের ঘরে সিঁধ কেটে
আমার ঘুমন্ত হ্রিদয়ে,জাগ্রত নিরাশাকে
আশার আলেয়াতে আলো জ্বালালো।
হঠাৎ আলোর ঝলসানিতে যখন
এই হৃদয় ঝলসে যাচ্ছে,
বিশ্বাস ভাঙা হৃদয়ে বিশ্বাসের
চারাগাছে দু একটা কচি পাতা গজিয়েছে
ঠিক তখনই-
ঠিক তখনি,আবারো সেই একই পরিনতি।
বুকের পাঁজর দুমড়ে মুচড়ে গেলো,
হৃদয়ে বিশ্বাসের আলো নিভে গেলো,
ভেঙে গেলো সাজানো স্বপ্ন,
স্বপ্নের বাসর।
বেদনার নীল বিষে,
কস্তের ছুরিতে হৃদয়টা রক্তাক্ত,
ঝরে গেলো সব-
একটা হৃদয়,
কিছু স্বপ্ন
কিছু ভালবাসা,
কিছু আশা।।
কিন্তু-
কিন্তু আমি কাদিনি-
বুকের ভেতর থেকে কস্তের অট্টহাসিতে
করেছিলাম পৃথিবী প্রকম্পিত।
আজ আর,
কষ্ট পাই না, কষ্ট বুঝি না-
শুধু হাসতে জানি।
হা হা হা আমি হাসতে জানি।।