পার্থক্য
নীলকান্ত
তুমি এক আলোর নাম
আমি এক আঁধার।
এই তো পার্থক্য শুধু
তোমার আর আমার।
তুমি এক আলেয়ার নাম
আমি এক পথিক।
তাইতো উদ্ভ্রান্ত আমি
হারিয়ে ফেলি দিক।
তুমি এক মেঘের নাম
আমি এক ফোঁটা বৃষ্টি
দুজনার তাই হয়নি মিলন
দূরত্বই হয়েছে সৃষ্টি ।
তুমি এক পৃথিবীর নাম
আমি এক শনির বলয়
তাই তো হয় না কো লেনদেন
হয়ে যাই একা ক্ষয়।