বাংলাদেশি চ্যানেল গুলোর প্রতি মানুষের অনীহার কারন কি??
যারা এবারের বিপিএল নিয়িমিত দেখলেন তারা হয়ত এর কারন এতক্ষণে টের পাচ্ছেন।শুধু যে একটি চ্যানেলেই এরকম হয় তা না।প্রত্যেকটা বাংলা চ্যানেলেরই একই সমস্যা।
আর সেটা হলো,
পাঁচ মিনিটের অনুষ্ঠানে দশ মিনিট বিজ্ঞাপন। অসহ্য একটা ব্যাপার এটা।আমরা যারা দর্শক তারা কি শুধু বিজ্ঞাপন দেখার জন্য টিভির সামনে বসে থাকব!!কখনোই না।
আর সেটা হলো,
পাঁচ মিনিটের অনুষ্ঠানে দশ মিনিট বিজ্ঞাপন। অসহ্য একটা ব্যাপার এটা।আমরা যারা দর্শক তারা কি শুধু বিজ্ঞাপন দেখার জন্য টিভির সামনে বসে থাকব!!কখনোই না।
আমরা জানি এবং বুঝি যে,বিজ্ঞাপন একটা চ্যানেলের আয়ের অন্যতম প্রধান উৎস।কিন্তু তাই বলে এরকম বিরতিহীন বিজ্ঞাপন!!! যা দর্শকের বিরক্তির উদ্রেক করে,চ্যানেল পাল্টাতে বাধ্য করে!
দেখুন, আমরা দেশি চ্যানেলের উন্নতি কামনা করি।আমরা চাই বাংলাদেশের জনগন ভারতীয় চ্যানেল নির্ভর না হয়ে দেশি চ্যানেল দেখুক।কিন্তু দর্শকের উপর চ্যানেল গুলোর এরকম অত্যাচার চলতে থাকলে সেটা কি করে সম্ভব??
আমি জানি আমার এই কথাগুলো কোন চ্যানেল মালিকের দৃষ্টি গোচর হবে না। কিংবা হলেও তা মূল্যহীন ।
কিন্তু সত্যিকারেই যদি আপনারা দেশীয় চ্যানেলকে বাংলাদেশি জনগনের নিকট গ্রহনযোগ্য করতে চান তবে এরকম অতিরিক্ত এবং বিরক্তির উদ্রেক করা বিজ্ঞাপন প্রচারের পরিমান কমান।
খুব দুঃখের সাথে বলতে হচ্ছে,চ্যানেল নাইন বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল।কিন্তু বাংলাদেশের জনগনের বহু আকাঙ্খার বিপিএল ফাইনাল ম্যাচেও যেরুপভাবে বিজ্ঞাপন প্রচার করছে তা সত্যি বিরক্তিকর। প্রতি ওভারের শেষ বল হোক বা না হোক, বল ব্যাটে লাগুলো কি লাগলো না তার আগেই বিজ্ঞাপন চলে আসে।উইকেট পড়ল কি পড়লো না তার আগেই বিজ্ঞাপন চলে আসে। উইকেট টা কিভাবে পড়লো তার রিপ্লেটা আর দেখা হয় না!! এই ত অবস্থা!
জনাব চ্যানেল কর্তৃপক্ষ,
দয়া করে আমাদের মত সাধারণ দর্শকের কথাও ভাবুন! বাংলাদেশি চ্যানেল বিমুখী হতে বাধ্য করবেন না।।
দয়া করে আমাদের মত সাধারণ দর্শকের কথাও ভাবুন! বাংলাদেশি চ্যানেল বিমুখী হতে বাধ্য করবেন না।।