HELLO GUYS, I would like to tell you a story.Would you mind, if i want to borrow some time from u? If not then scroll down and read the full story.
Lets start:
Ancient Story: Black Blocked facebook day
Long long ago,it was going the golden period of information technology in Digital Bangladesh and It was also a golden period of facebook to Bangladeshi people . People had thousands of friends and followers. They used to post their thoughts,Like and comments to other's.Even they were able to communicate with their kith and kin,able...
রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫
- ৩:৫২:০০ PM
কিছু মানুষের তেল মারার দক্ষতা থাকে অসাধারণ এবং তাদের এই দক্ষতা দেখে আমি যারপরনাই মুগ্ধ।মাঝে মাঝে আফসোসও হয় তাদের সেই মন ভুলানো, প্রাণ মাতানো চাটুকারিতা দেখে। আহা! কেন যে এসব আমি করতে পারি না! :( বৌ পটানো থেকে বস পটানো এমনকি স্বয়ং সৃষ্টিকর্তাকেও এরা পটাতে এতটা দক্ষ যে,খোদ ইবলিস শয়তানও তাদের কাছে হার মানতে বাধ্য।উপরুন্ত, ইবলিস সেই বেচারার পাশ দিয়ে যাওয়ার সময় স্বীয় লেজ আপন পদে ঢুকিয়ে সেলাম ঠুকে চলে যায়!! :P
যাই হোক,ব্যাপার হলোঃ ধরুন,আপনি একজন নামী দামী ব্যক্তি। স্বাভাবিকভাবেই আপনার চারপাশে মানুষজন মাছির মত ভন ভন করে।আর আপনিও নানা স্বাধের...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫
- ৭:৩৯:০০ AM
প্রিয়তমা,
মুখনিঃসৃত নিকোটিনের সাদা ধোয়ার কুন্ডলীতে বেদনার হলদে রং হয়ত আজ আমার খুব প্রিয়।তবে চিরদিন এটা আমার প্রিয় ছিলো তা কিন্তু না।এমনকি একটা সময় ছিলো যখন তোমার মত আমার কাছেও এটি ছিলো সবচেয়ে ঘৃণ্য এবং অসহ্য। কিন্তু সেই অপ্রিয় বস্তুটাকেই আজ সব কিছুর উপরে আগলে রেখেছি ।। কেন? হয়ত জানতে চাও। কিংবা তার কারন তুমি নিজেও জানো। তারপরেও তুমি বারবার আমাকে প্রতিজ্ঞা করিয়েছ যেন আমি এসব ছাই পাশ ছেড়ে দেই । আমিও তাই ভেবেছিলাম। ছেড়েও দিয়েছিলাম বহুবার । কিন্তু কখনো একেবারে ছেড়ে দেয়া আর হয়ে উঠেনি।জানিনা আর কখনো হবে কিনা! তবে ধীরে ধীরে যে মৃত্যু আমাকে...
- ৭:৩৩:০০ AM
সাদা-মাটা গ্রাম্য জীবন ছেড়ে জীবন ও জীবিকার তাগিদে আজ হয়ত ইট পাথরের শহরে অচেনা-অজানা মানুষের চিড়িয়াখানায় ঢুকেছি।আর যান্ত্রিক এ জীবনের চিড়িয়াখানায় অনুভূতি গুলো যেমন ভোতা হয়ে যায়,তেমনি আবেগগুলো একে একে টলে পরে মৃত্যুর কোলে।সময়ের ৩৬০ ডিগ্রীর আবর্তনে সেকেন্ডের কাটা ধরে দৌড়াতে হয়, পিছিয়ে পড়লে পৃষ্ট হতে হয় সময়ের যাঁতাকলে। কিন্তু কি আশ্চর্য! যে আমি আমার অনুভূতিকে জীবনের সবচেয়ে বড় বলে মনে করি,অনুভূতি ছাড়া যার কাছে জীবন অসম্পূর্ণ,সেই আমাকেও আজ ভোঁতা অনুভূতি নিয়ে চলতে হবে??কিংবা অনুভূতিহীন ভাবে?? সত্যিই, হয়ত ভোতা অনুভূতিগুলোও এক সময় শূন্যে এসে দাঁড়াবে...