প্রহর প্রতীক্ষার
আজ বড় প্রতীক্ষায় আমি
তুমি আসবে বলে চেয়ে আছি পথপানে;
ব্যাথাতুর মন নিয়ে,একাকী আনমনে।
নীরালা,নির্জন ঘরের জানালা খোলা
বাঁশের পাতায় বাতাসের দোলা ।
ভাবি-
এই বুঝি তুমি এলে
খোলাচুলে,
সাদা স্যালোয়ার কামিজে
ঠোটে বিশ্ব ভুলানো হাসির ফোয়ারা নিয়ে ।
নাহ্-
এবারও হয়ত আমারি ভুল
তোমার আসার পথে ফোটেনি ফুল
তোমার আশায় ব্যাকুল আমি,বুঝিনি
এখনও হয়নি সময় তোমার,
ভালোবাসার বর্ষনহীন বুকে গ্রীষ্মের হাহাকার,
কুড়ি এসেছে ,ফোটেনি ফুল কৃষ্ণচূড়ার ,
আবারও শুরু হলো তাই প্রহর প্রতীক্ষার ।।
- নীলকান্ত