অ-ফেরা
-নীলকান্ত
তোমার দু নয়নে অশ্রু কেন তবে ?
আমায় পর করে,
ভেঙেছে কি হৃদয়ের ঘর
আচমকা কোন ঝড়ে ?
তোমার ভালোবাসার ভিত্তি ছিল দূর্বল
স্যাতস্যাতে মাটির দেয়াল
তাইতো ভেঙেছে ঝরে
করনি খেয়াল ।
হঠাৎ এত দীর্ঘশ্বাস কেন তবে?
আমায় দুরে ঠেলে ।
পাওনি কি ভালোবাসা ততটুকু
যতটুকু চেয়েছিলে ?
তোমার চাওয়ার পরিধিটা ছিল অনেকটা
বিনা মুলধনের ব্যাবসা,
তাইতো পাওনি কিছুই
যতটুকু ছিল আশা ।
কিছুই পেলে না যখন,ছুটে চলে মিথ্যে মোহে
ফিরেই বা আসলে না কেন আর !
কিছুই কি দেইনি তোমায় ভালোবেসে
যতটুকু চেয়েছিলে তার ?
আমার হৃদয়ের দরজা ছিল খোলা,
কলিংবেল চাপার আগেই ছিল
তোমার প্রবেশের আহ্বান;
তবে,ফিরে আসলে না কেন আর ??