প্রিয়তা, নীলকান্তের বুকে আজ প্রচন্ড ক্ষোভ, কুচকুচে আধারের অমীমাংসিত ধোঁয়াটে অভিমান, তোমার জন্য। কন্ঠে ব্যকুলতার হাহাকার, ফোঁস ফোঁস নিশ্বাসের শব্দ আর দৃষ্টির বেহায়াপনা। তুমি দেখেছো বোধহয়।
দুরত্বের মাইলেজ ঘুচাতে মেসেঞ্জারের পাতা ভর্তি সব আজগুবি আঁকিবুঁকি। তোমাকে দেখার নির্লজ্জ আকুতি, তারপর শিশিরের টপটপ শব্দের সাথে সাথে হেডফোনে আবেগাপ্লুত অনুভুতির আদান প্রদান, তুমি শুনেছো। প্রিয়তা, না হয় আরো একবার মেতে উঠি উন্মাদ উন্মত্ততায়, শীতের কুয়াশার চাদর ঠেলে ফেলে দেই আধারের গর্ভে। বিলীন হয়ে যাক সব। পাতলা ঠোট জোড়া না হয় ফুলে ফেঁপে উঠুক, তীর ঘেঁষে...
রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪
বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪
- ১২:২৫:০০ AM
তোর চাওয়াতে কোন দোষ নেই কিন্তু,আমার ধরা দিতে ভয় হয়! পাছে হারানো স্বপ্ন গুলো না আবার পথ হারায়। তোর কাছে আসায় দোষ নেই, কিন্তু,আমার ছোয়া দিতে ভয় হয়, পাছে ছোঁয়াচে কষ্ট গুলো না আবার কষ্ট বাড়ায়!!
সীমান্তের কাটা তারের বেড়া ডিঙিয়ে নতুন স্বপ্ন দেখার ইচ্ছেতে আশা গুলো উঁকি দেয়, সফেদ দেয়ালে ছিটকে লাগা ব্যর্থতার কালো দাগগুলো, তার উপর নিরাশার প্রলেপ লাগায়। সত্যি বলছি, তোর চাওয়াতে কোন ভুল ছিলো না, কিন্তু আমার কাছে পেতে ভয় হয়, পাছে পথ হারা স্বপ্ন গুলো না, আবার পথ হারায়।। পাছে ছোঁয়াচে কষ্ট গুলো না আবার কষ্ট বাড়ায়!!
#নীলকান্ত [[তোর জন্য......]]
www.faceboo...
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪
- ১:৩৩:০০ AM
মিথ্যে সুখের খোলসে ঢাকা, আমার হাসি দেখেছিস তুই, কয়লা পোড়া দগদগে আগুনে ঝলসানো দুঃখ দেখিসনি। নীল আকাশে উড়ন্ত বলাকার ধবধবে সাদা মিছিল দেখেছিস তুই, অসহ্য যন্ত্রনায় কাতর ডানাভাঙা সেই পাখিটার আর্তনাদ ; তুই শুনিসনি।
সেই কবে! সেই কবেই তোর শিকারী গুলিতে আমি ডানাভেঙে পরেছি! তারপর আর কখনো উড়তে পারিনি। তুই সেই যন্ত্রনার খবর কখনো পেয়েছিস? পা'স নি। তুই মিথ্যে সুখের খোলসে ঢাকা আমার সুখ দেখেছিস, যন্ত্রনায় কাতরানো ডানা ভাঙা আমার দুঃখ দেখিসনি।।
#নীলকান্ত
www.facebook.com/swopnoni...
সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪
- ৬:২৫:০০ PM
এক শ্রাবনের বিকালে...
নীলকান্তশ্রাবনের আকাশে ছোপ ছোপ মেঘ জমেছিল সেই সকাল থেকে ।তারপর শ্রাবন মেঘের অবিরত কান্না ।সেদিনও শ্রাবনের দিন,আকাশে এই রকমই ঘন কালো মেঘ । প্রকৃতির এমন রুপ সেদিনের আগে কখনও চোখে ধরে নি ।বিকেল বেলা । আকাশটা মেঘলা ।হালকা ঝড়ো বাতাস বইছে ।আমি আধ-শোয়া অবস্থায় শ্রীকান্ত,পঙ্কজ উদাসের গান শুনছি.....আমার সারাটা দিন মেঘলা আকাশবৃষ্টি তোমাকে দিলাম........।।হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল । মোবাইল স্ক্রীনে সূপর্না । কল রিসিভ করতেই ও পাশ থেকে সূপর্না বলে চলল, “কোথায় তুমি ? দেখ আকাশটা কত সুন্দর লাগছে ! তুমি তাড়াতাড়ি আমার বাসার সামনে চলে এসো”...
- ৬:০৫:০০ PM
অব্যক্ত
নীলকান্ত
কত রাত এভাবে কেটে যায়
কত প্রহর,অচেনা বেদনায় ।
অবিরত আর্তনাদে
ব্যাথার পাহাড় বুকে নিয়ে ।
র্নিঘুম দুটি চোখে
মেঘহীন বরষায়,অজানায...
- ৬:০০:০০ PM
অ-ফেরা-নীলকান্ততোমার দু নয়নে অশ্রু কেন তবে ?আমায় পর করে,ভেঙেছে কি হৃদয়ের ঘরআচমকা কোন ঝড়ে ?তোমার ভালোবাসার ভিত্তি ছিল দূর্বলস্যাতস্যাতে মাটির দেয়ালতাইতো ভেঙেছে ঝরেকরনি খেয়াল ।হঠাৎ এত দীর্ঘশ্বাস কেন তবে?আমায় দুরে ঠেলে ।পাওনি কি ভালোবাসা ততটুকুযতটুকু চেয়েছিলে ?তোমার চাওয়ার পরিধিটা ছিল অনেকটাবিনা মুলধনের ব্যাবসা,তাইতো পাওনি কিছুইযতটুকু ছিল আশা ।কিছুই পেলে না যখন,ছুটে চলে মিথ্যে মোহেফিরেই বা আসলে না কেন আর !কিছুই কি দেইনি তোমায় ভালোবেসেযতটুকু চেয়েছিলে তার ?আমার হৃদয়ের দরজা ছিল খোলা,কলিংবেল চাপার আগেই ছিলতোমার প্রবেশের আহ্বান;তবে,ফিরে আসলে...
- ৫:৫৫:০০ PM
প্রহর প্রতীক্ষারআজ বড় প্রতীক্ষায় আমিতুমি আসবে বলে চেয়ে আছি পথপানে;ব্যাথাতুর মন নিয়ে,একাকী আনমনে।নীরালা,নির্জন ঘরের জানালা খোলাবাঁশের পাতায় বাতাসের দোলা ।ভাবি-এই বুঝি তুমি এলেখোলাচুলে,সাদা স্যালোয়ার কামিজেঠোটে বিশ্ব ভুলানো হাসির ফোয়ারা নিয়ে ।নাহ্-এবারও হয়ত আমারি ভুলতোমার আসার পথে ফোটেনি ফুলতোমার আশায় ব্যাকুল আমি,বুঝিনিএখনও হয়নি সময় তোমার,ভালোবাসার বর্ষনহীন বুকে গ্রীষ্মের হাহাকার,কুড়ি এসেছে ,ফোটেনি ফুল কৃষ্ণচূড়ার ,আবারও শুরু হলো তাই প্রহর প্রতীক্ষার ।।
- নীলকান্ত ...
- ৫:৪৭:০০ PM
আত্মগোপন
নিজেকে লুকাতে আবারও অভিনয়আবারও মনের পায়ে শেকল পড়ালামনিজের হাতে ।আবারও মন্ঞ্চ,আলোকসজ্জা,ছলনাহ্রদয়ের সাথে ।না পেরেছি নিজেকে ভুলাতে,না পেরেছি নিজের কথাটা বলতে;শুধু ছলনা,অভিনয় করে গেলাম,এখনও করছি নিজেরি সাথে ।আমার আমি কে করেছি বন্দী,লুকাতে নিজেকে,করেছি কত না ফন্দী;এভাবেই কেটে যাবে দিন ।বুঝবে না কেউ কোন দিন,চাওয়া গুলো না পাওয়ার বেদনায়হয়েছে কতটা মলিন ।...
- ৫:৪৪:০০ PM
গোপন অভিসার
-নীলকান্ত
আজ হতে তোমায় নিয়েভাবব না আমি আর,আজকে হতে তোমার পানেতাকাব না কভু আর ।তোমার চোখের বিষ পান করেমরব না আমি আর,তোমার ঘরে এই মন দিয়েচাইব না আমি আর ।আগুন জ্বলা তোমার চোখেছাই আমি নাইবা হলামতৃষিত মনের ক্ষুধার জ্বালাযতোমার সুধা নাই বা পেলাম ।তবুও আমি চাই না কোতোমার প্রেম আর ,এমনি করেই গোপনতে ,নয়নের জলেচলবে আমার গোপন অভিসার ।...
- ৫:৩৬:০০ PM
অভিনয়
-নীলকান্ত
নিজেকে লুকাতে আবারও অভিনয়
আবারও মনের পায়ে শেকল পড়ালাম
নিজের হাতে ;
আবারও মঞ্চ ছেড়ে আলোকসজ্জা,ছলনা
হৃদয়ের সাথে ।
না পেরেছি নিজেকে ভুলাতে,
না পেরেছি নিজের কথাটা বলতে;
শুধুই ছলনা,অভিনয় করে গেলাম-
এখনও করছি নিজেরই সাথে ।
আমার আমিকে করেছি বন্দী,
লুকাতে নিজেকে,করেছি কত না ফন্দী;
এভাবেই কেটে যাবে দিন ।
বুঝবে না কেউ কোনদিন,
চাওয়া গুলো না পাওয়ার বেদনায়
হয়েছে কতটা মলিন ।।...
- ৯:৩৮:০০ AM
তুই কাঁদতে পারিস।
চোখের জলের সাথে সাথে দুঃখ গুলোও মুছে ফেলে দিস।
আর আমি?
আমি যে কাঁদতে পারিনা রে!
আমার চোখের জল যে বরফের মত জমাট বাধা।
আধার ঘরে চুপটি মেরে বসে থাকা
হৃদয় আমার।
আমি কিভাবে কাঁদি??
কিভাবে মুছে ফেলি দুঃখগুলো!
তুই কাঁদলে হয়ত বালিস ভেজে,
কেউ শিয়রের পাশে বসে সান্তনার
মিষ্টি বানীতে তোর দুঃখ ভুলায়!
আমার চোখ যে পাথর,
সেখানে জল গড়িয়ে বালিস ভেজে না,
মিথ্যে সান্তনাতে দুঃখ মুছে না,
তুইই বল,
আমি কিভাবে কাঁদি???
#নীলকান...