ব্যর্থতা হল জীবনের সঙ্গীতে আমার হৃদয়ে এক সঙ্গী দুর্বল বিনাশের গীতে।
জীবনের পথে হেরে পথহারা রাতের মেঘ, অঝড়ে বৃষ্টি ঝড়ে লুকিয়ে আবেগ। আমার হৃদয়ে জ্বলছে অস্থির অগ্নিশিখা, আধারে হারায় গোধূলির রেখা।
ব্যর্থতা ছড়ায় সবুজ আঁধারের বুকে, আমার হৃদয়ে প্রাণবন্ত স্বপ্ন বিস্তারে। থাকে শুধু অপেক্ষা, অদূর ভবিষ্যতের হাতছানি বয়ে চলি অতীতের ব্যর্থতার গ্লানি।
যে জীবন নিয়ে আমি ব্যর্থ প্রতিদিনে, আমার কবিতার হাতে দিতে নাহি পারি সুখ ছিনে।
ব্যর্থতার আঁধারে ছড়িয়ে উঠুক নতুন দিন,
পূর্ণিমা উঠে আসুক হৃদয়ের দুর্দিনে।