:::: MENU ::::
  • slider image 3

    I am who I am because of you.

  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

  • slider image 1

    Take my hand, take my whole life too.

  1. 1
  2. 2
  3. 3

মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

  • ৮:০৪:০০ PM
চোখ বন্ধ করলেই স্মৃতিরা সবএসে জমে চোখের পাতায়।অতি অল্প সময়ের এই যাত্রায় ইতি টানবার এসেছে সময়।সেই দুরন্ত ছেলেবেলা,বাবার বকুনি,মায়ের শাসনদাদা দাদীর স্নেহ ভালবাসা।কিংবা সেই এলোমেলো ছুটেচলা।হাই স্কুলের প্রিয় বারান্দা, সবুজ মাঠেবন্ধুদের আড্ডা,প্রিয় ক্যাম্পাসেকলেজের ক্লাসরুম, পাশাপাশি বসে থাকাপ্রিয় কিছু মুখ, বারবার ভেসে উঠেকেন তবে স্মৃতিপটে,অজান্তে নিরালায়!!অতি অল্প এ সময়ের যাত্রায় মোহ মায়ার এ পৃথিবীর মনে হয়,ইতি টানবার এসেছে সময়!!পাশাপাশি বসে কত বুনেছি স্বপ্নকত পৃথিবী গড়েছি একসাথে!আচমকা প্রলয়ে ভেসেছে সব!দেখে, দেবতা করেছে নৃত্য তাতে।দূর...
  • ৮:০৩:০০ PM
ইদানীং ফেসবুকে এর ওর মৃত্যুর সংবাদেবিচলিত হয়ে যাই।কি সহজেই না আমরা অতি প্রিয়জনের মৃত্যুর সংবাদ কে ভাগাভাগি করে নেই!যার সাথে বসে সকালে ফেসবুকে স্ট্যাটাস দিলামরাতে তার মৃত্যুর সংবাদে টাইমলাইন ভরে যায়!কি ভয়াবহ সত্যতা! মেনে নিতে হয়।একদিন হয়ত আমার মৃত্যুর সংবাদঅন্য কেউ পড়ে শোনাবে,কিংবা কারো টাইমলাইনে আমার মৃত্যুর সংবাদহবে বিরক্তির কারণ!কি আশ্চর্য এই মৃত্যু!কি ভয়াবহ এই বেদনা!আমার মৃত্যুকে নিয়ে হয়ত কোথায় পড়ে যাবে কলরব,কেউবা স্ক্রোল করে সরিয়ে দেবে  জঞ্জাল সেই সব!কারো নজর এড়িয়ে হয়ত সেসব রয়ে যাবে বহুদূর।কিন্তু, সেই আমিই তো ছিলাম একদিন !আনন্দ তামাশায়,স্মৃতিতে...
Writer information NILKANTO