অতঃপর তোকে দেখার পরে তৃষ্ণার্ত হৃদয়ের পিপাসা মিটেছে। অজান্তেই জানা অজানার ভেতর হুহু করে ঝড় বাতাস বইতে শুরু করলো। আমি ডানা ভাঙা পাখির মত আছড়ে পড়লাম তোর বুকে।
তুই পরম যত্নে আমার মনটাকে পোষ মানিয়ে বন্দী করলি তোর খাঁচায়।
#নীলকান্ত
জীবনের বসন্ত চলে যায় একা দ্বারে দাঁড়িয়ে,
আঁধারে গল্প লেখে, ফেলে আসা স্মৃতিতে।
আজ তুমিও একা,আমিও একা
শূন্যতার হাহাকার, বেঁচে থাকি অতীতে।
তোমার শরীরে সুবাস, উন্মাদ প্রেম
প্রেমার্ত চাহনী, টোলপড়া গাল,
কতবার তার যে নেশায় পড়েছি!
কতবার হয়েছি মাতাল!
আজ শূন্য ঘরে হাহাকার করে মরে,
সেইসব দিনরাত্রির সন্ধিক্ষণ।
আজ আমিও একা, তুমিও একা,
ভুলে ভুলে ভেঙে গেছে দুটি মন।
আবারো স্বপ্ন দেখি অসম্ভবের।
ছোট্ট সংসার, টোলপড়া গাল
মেঘ কালো কেশ মুখের উপর,
লোমশ বুকে স্পর্শ তোমার।
স্মৃতির জ্বালায় জ্বলছি ভীষণ
অতীত থেকে বর্তমানে,
হয়ত আজ সব ভুলেছ তুমি ।
তবু তুমিও একা, আমিও একা
হাতড়ে ফেরা সুখের পাগলামি।
#নীলকান্ত©
১০/০৪/২০২১ইং