:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

শনিবার, ১০ এপ্রিল, ২০২১

  • ১১:১১:০০ PM
অতঃপর তোকে দেখার পরে তৃষ্ণার্ত হৃদয়ের পিপাসা মিটেছে। অজান্তেই জানা অজানার ভেতর হুহু করে ঝড় বাতাস বইতে শুরু করলো। আমি ডানা ভাঙা পাখির মত আছড়ে পড়লাম তোর বুকে। 
তুই পরম যত্নে আমার মনটাকে পোষ মানিয়ে বন্দী করলি তোর খাঁচায়। 

#নীলকান্ত
  • ৭:৫৫:০০ PM

জীবনের বসন্ত চলে যায় একা দ্বারে দাঁড়িয়ে,
আঁধারে গল্প লেখে, ফেলে আসা স্মৃতিতে।
আজ তুমিও একা,আমিও একা
শূন্যতার হাহাকার, বেঁচে থাকি অতীতে।

তোমার শরীরে সুবাস, উন্মাদ প্রেম
প্রেমার্ত চাহনী, টোলপড়া গাল,
কতবার তার যে নেশায় পড়েছি!
কতবার হয়েছি মাতাল!
আজ শূন্য ঘরে হাহাকার করে মরে,
সেইসব দিনরাত্রির সন্ধিক্ষণ।
আজ আমিও একা, তুমিও একা,
ভুলে ভুলে ভেঙে গেছে দুটি মন।

আবারো স্বপ্ন দেখি অসম্ভবের।
ছোট্ট সংসার, টোলপড়া গাল
মেঘ কালো কেশ মুখের উপর,
লোমশ বুকে স্পর্শ তোমার।

স্মৃতির জ্বালায় জ্বলছি ভীষণ
অতীত থেকে বর্তমানে,
হয়ত আজ সব ভুলেছ তুমি ।
তবু তুমিও একা, আমিও একা
হাতড়ে ফেরা সুখের পাগলামি।

#নীলকান্ত©

১০/০৪/২০২১ইং

শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

  • ১:৪০:০০ AM
মনি,
কত কাল পর! কথা হলো আমাদের!
অপরিচিত কন্ঠ, অগোছালো শব্দের সমাহার! 
স্মৃতির এলবামে যে জমেছিল ধূলা
হাতড়ে সারাবেলা, তোমার আঁচল;
চোখের জলে যদিও ভেজেনি কাজল,
ভেবে হয়েছি সারা, আমি কার!
অগোছালো সেসব শব্দের সমাহার।।

 ছিল জমা কত কথা,
মেলেনি হিসেবের খাতা,হাসির
আড়ালে লুকায়ে চোখের জল
যোগ বিয়োগের শূন্য ফলাফল।
তোমারও কি হৃদয় পুড়ে?চুপিসারে
যতটা পুড়েছে আমার!
একেকটা দীর্ঘশ্বাসে টর্নেডো হয়?
ধেয়ে আসে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়?
কথা হলে আমাদের
এত কাল পর!
আহ! কতকাল পর!

#নীলকান্ত©

বুধবার, ৭ এপ্রিল, ২০২১

  • ৭:৩৬:০০ AM
ভালবাসায় ভরা ছিল আমাদের সংসার,
ভুলে ভাঙে স্বপ্ন,রয় শুধু হাহাকার।
ভুল কি ছিল শুধুই আমার! 
নাকি অল্প কিছু ছিলো তোমারো,
পরোয়া কখনো করনি যার।

দূরে যেতে যেতে এত দূরে আজ
ব্যবধান জমিন আসমান।
বুকের পাজর ভাঙে ক্ষণে ক্ষণে
ভাবি এ কেমন অভিমান!
নিজেও বাঁচনি,বাঁচাতে পারোনি
ভেঙে হই খানখান।

আপনারে লুকায়ে আপনি কাঁদি
ফিরে পাওয়ার ছিল কত অভিলাস,
দূর থেকে দূর মাহাশূন্যতা আজ
শূন্যতায় বসবাস।
তোমারে দেখতে চাতক এ মন
ফেলিছে দীর্ঘশ্বাস।
আমি তো লুকায়ে নিজের ভেতরে
বিরহ করছি চাষ।।

#নীলকান্ত



Writer information NILKANTO