মিস ইউ সো মাচঃপত্র ৮
প্রিয়তমা,
কতদিন হলো, বল তো!
স্বপ্নভাঙা কষ্ট গুলির সুখ হারানোর আর্তনাদের?
কতরাত গেল, ভাবো তো!
আঁধার ঘরে চক্ষু দু'টির নিদ হারানোর অশ্রুজলের?
দু-চার দিন? বছর,যুগ কিংবা শতাব্দী?
হবে হয়ত।
জানো,
সময়ের মিথ্যে অহংকারে কত দিন রাত হয়?
কত রাত তার জোসনা হারায় সূর্য তাপে?
জানো হয়ত।!
স্বপ্নভাঙা কষ্ট গুলির সুখ হারানোর আর্তনাদের?
কতরাত গেল, ভাবো তো!
আঁধার ঘরে চক্ষু দু'টির নিদ হারানোর অশ্রুজলের?
দু-চার দিন? বছর,যুগ কিংবা শতাব্দী?
হবে হয়ত।
জানো,
সময়ের মিথ্যে অহংকারে কত দিন রাত হয়?
কত রাত তার জোসনা হারায় সূর্য তাপে?
জানো হয়ত।!
ডানাভাঙা পাখির মত স্বপ্নগুলোর আর্তনাদে দিনের আলো গোধূলির সাথে সাথে রাতের আধারে হারায়।
আমি ভাবি,এই তো আজ রাতটা বুঝি আমার। পূব আকাশে সকালের উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে ভাবি,আজকের দিনটা বুঝি আমার।
কিন্তু হায়! সেই দিন আর আমার থাকে না। সেই রাত আর আমার হয় না।এই সব দিন-রাত্রী আজ আমার বড় অচেনা কেউ।যার দিনের আলোয় সুখ থাকে না,রাতের আঁধারে স্বপ্ন থাকে না।
বরং কষ্টের ঝিঝিপোকাগুলো সারা রাত ধরে ডুকরে কাঁদে।
ডানা ভাঙা স্বপ্নগুলো আগ্নি গোলায় পুড়তে থাকে।
এক আকাশ স্মৃতির মেঘেরা রাতের আধারে টপটপ করে ঝরে পড়ে বৃষ্টি হয়ে!
ঝরতে থাকে।
চোখের কার্নিশে জমা হয় বেদনার জলোচ্ছ্বাস । স্বপ্ন পোড়া কষ্ট গুলো বুকের ভেতর আইলা কিংবা সিডরের মত সবকিছু তছনছ করে দেয় ।
সময় থমকে যায়, আমি বুদ হয়ে থাকি স্মৃতির আফিমের নেশায়।সেই সব কয়েক হাজার শতাব্দীর ফেলে আসা স্মৃতিতে।তোমার আমার ফেলে আসা অতীতে।
আমি ভাবি,এই তো আজ রাতটা বুঝি আমার। পূব আকাশে সকালের উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে ভাবি,আজকের দিনটা বুঝি আমার।
কিন্তু হায়! সেই দিন আর আমার থাকে না। সেই রাত আর আমার হয় না।এই সব দিন-রাত্রী আজ আমার বড় অচেনা কেউ।যার দিনের আলোয় সুখ থাকে না,রাতের আঁধারে স্বপ্ন থাকে না।
বরং কষ্টের ঝিঝিপোকাগুলো সারা রাত ধরে ডুকরে কাঁদে।
ডানা ভাঙা স্বপ্নগুলো আগ্নি গোলায় পুড়তে থাকে।
এক আকাশ স্মৃতির মেঘেরা রাতের আধারে টপটপ করে ঝরে পড়ে বৃষ্টি হয়ে!
ঝরতে থাকে।
চোখের কার্নিশে জমা হয় বেদনার জলোচ্ছ্বাস । স্বপ্ন পোড়া কষ্ট গুলো বুকের ভেতর আইলা কিংবা সিডরের মত সবকিছু তছনছ করে দেয় ।
সময় থমকে যায়, আমি বুদ হয়ে থাকি স্মৃতির আফিমের নেশায়।সেই সব কয়েক হাজার শতাব্দীর ফেলে আসা স্মৃতিতে।তোমার আমার ফেলে আসা অতীতে।
প্রিয়তা,
তোমারও কি এমনি হয়?
তুমিও কি ডুকরে কাঁদো,স্বপ্ন পোড়ার আর্তনাদে!
তুমিও কি অশ্রু ঢালো,
জড়িয়ে স্মৃতি বুকের মাঝে মধ্যরাতে,
কষ্ট নিয়ে মিথ্যে তাদের অপবাদে??
হবে হয়ত।
হয়ত তুমিও আমার মত কষ্টে আছো। নষ্টা মানুষের ভ্রষ্টা হওয়া এই ধরাতে!!
তোমারও কি এমনি হয়?
তুমিও কি ডুকরে কাঁদো,স্বপ্ন পোড়ার আর্তনাদে!
তুমিও কি অশ্রু ঢালো,
জড়িয়ে স্মৃতি বুকের মাঝে মধ্যরাতে,
কষ্ট নিয়ে মিথ্যে তাদের অপবাদে??
হবে হয়ত।
হয়ত তুমিও আমার মত কষ্টে আছো। নষ্টা মানুষের ভ্রষ্টা হওয়া এই ধরাতে!!
#নীলকান্ত©