খুব বেশি প্রয়োজন না হলে আয়নার সামনে দাড়ানো হয়না। আর দাড়ালেও চুলের এপাশ থেকে ওপাশ কোন মত চিরুনি চালিয়েই শেষ।
আজ হঠাৎ ই আয়নায় নিজের বয়সের ভাটা পড়া দেখে থমকে গেলাম।
একি! মাথার দু একটা চুল কি খুব বেশি চকচক করছে?
প্রথমে মনে হলো সোনালী রঙের, কিন্তু ভালো ভাবে খেয়াল করতেই বুঝলাম, নাহ! এ তো ঠিক সোনালী না! সাদা সাদা কিছু একটা !!
নিজের চোখকে কিছুক্ষন ভ্রম মনে হলো। আবারো ভালো ভাবে হাতড়ে দেখলাম,হ্যা ঠিকই। এ রঙ সাদাই।
আমার চুলের যৌবন বুঝি শেষ হবার পথে। নিজের চোখে বয়সের ছাপ ফুটে উঠলো বেশ করে! কিন্তু কেন?
হ্যা এটা তো ন্যাচারাল একটা ব্যাপার।আর আমি জানি চুল শুধু বয়সের কারনেও পাকে না।কারন,অনেক মধ্য বয়সী লোককে দেখেছি কালো মিচমিচে চুল নিয়ে দিব্যি যুবক। আবার অনেক টীনেজ কেও দেখেছি মাথার পাকা চুল নিয়ে যেন জীবনের ভাটিতে পৌঁছে গেছে।
তাহলে চুল পাকে কেন? আর আমারই বা চুল পাঁকলো কেন!!
আজ হঠাৎ ই আয়নায় নিজের বয়সের ভাটা পড়া দেখে থমকে গেলাম।
একি! মাথার দু একটা চুল কি খুব বেশি চকচক করছে?
প্রথমে মনে হলো সোনালী রঙের, কিন্তু ভালো ভাবে খেয়াল করতেই বুঝলাম, নাহ! এ তো ঠিক সোনালী না! সাদা সাদা কিছু একটা !!
নিজের চোখকে কিছুক্ষন ভ্রম মনে হলো। আবারো ভালো ভাবে হাতড়ে দেখলাম,হ্যা ঠিকই। এ রঙ সাদাই।
আমার চুলের যৌবন বুঝি শেষ হবার পথে। নিজের চোখে বয়সের ছাপ ফুটে উঠলো বেশ করে! কিন্তু কেন?
হ্যা এটা তো ন্যাচারাল একটা ব্যাপার।আর আমি জানি চুল শুধু বয়সের কারনেও পাকে না।কারন,অনেক মধ্য বয়সী লোককে দেখেছি কালো মিচমিচে চুল নিয়ে দিব্যি যুবক। আবার অনেক টীনেজ কেও দেখেছি মাথার পাকা চুল নিয়ে যেন জীবনের ভাটিতে পৌঁছে গেছে।
তাহলে চুল পাকে কেন? আর আমারই বা চুল পাঁকলো কেন!!
চুল পাঁকা টা বলতে সাধারণত চুল সাদা হয়ে যাওয়াকে বুঝি আমরা। আর চুল সাদা হয় তখনই যখন,চুলে WTN প্রোটিনের ঘাটতি হয়।WTN হলো এমন এক প্রোটিন যা চুলের রং নির্ধারণ কারী কোষ মেলোনোসাইট কে প্রভাবিত করে।ফলে চুল সাদা হয়। আবার বলা হয় ভিটামিন বি-১২ এর ঘাটতিও চুল পাকার পেছনে দায়ী।।
তাহলে কি আমার ভিটামিন বি-১২ এর ঘাটতি হয়েছে? নাকি WTN প্রোটিনের?
ঘাটতি যাই হোক,ঘাটতির পেছনের কারন খুব পরিস্কার! :p
ঘাটতি যাই হোক,ঘাটতির পেছনের কারন খুব পরিস্কার! :p
তাই এবার আসল প্রসঙ্গে আসি।
পুরুষের শরীরে একটা ছোট্ট ওয়ারহাউজ আছে।সেখানে দুটি ডিম্বাকার শুক্রাণু উৎপাদনের ড্রাম আছে।এবার একজন পুরুষ তার সেই উৎপাদন কেন্দ্র থেকে কতটুকু স্পার্ম থ্রো আউট করতে পারে তা ব্যক্তি ভেদে ভিন্ন রকম হয়।
তবে লাগাতার কোন পুরুষ এই কাজটি প্রতিদিন কিংবা দু চারদিন পরপর দু চারবার করলে তার শরীরে ভিটামিন বি-১২ থেকে শুরু করে, WTN,ক্যালসিয়াম সব কিছুরই অভাব হবে, এইটাই স্বাভাবিক! :p
তবে লাগাতার কোন পুরুষ এই কাজটি প্রতিদিন কিংবা দু চারদিন পরপর দু চারবার করলে তার শরীরে ভিটামিন বি-১২ থেকে শুরু করে, WTN,ক্যালসিয়াম সব কিছুরই অভাব হবে, এইটাই স্বাভাবিক! :p
দুর মিয়া, আমারে আবার খারাপ ভাইবেন না! এটা প্রমাণিত সত্য কথা। ১২ মাসে গার্লফ্রেন্ড আমার ১২ পোয়া ক্যালসিয়াম, ১২ তোলা WTN আর ১২ আনা বি-১২ শেষ কইরা দিছে!
চুল তো পাঁকবেই।না পাইক্কা কি আর উপায় আছে? :p :p
চুল তো পাঁকবেই।না পাইক্কা কি আর উপায় আছে? :p :p