photo: Collected
আই মিস ইউ(পত্র-১)
প্রিয়তমা,
সারাদিনের ক্লান্তি নিয়ে বাসায় এসে যখন সদর দরজার তালা খুলতে যাই,তখন সমগ্র পৃথীবির বিষন্নতা ভর করে আমার উপর।
আমি ভাবি,হয়ত ঘরের সামনে দাঁড়িয়ে দরজায় একবার কড়া নাড়তেই দরজা খুলে যাবে।এক গাল প্রাণ ভরানো হাসি নিয়ে তুমি দাঁড়িয়ে থাকবে খোলা দরজার সামনে।
ভাবি, সেই হাসির রেখায় মিলিয়ে যাবে আমার সারাদিনের ক্লান্তি,শ্রান্ত শরীর।
হয়ত, ঘরে ঢুকতেই তুমি ব্যস্ত হয়ে যাবে, আমার খাবারের বন্দোবস্ত করতে। তারপর, আমি যখন...
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫
রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫
- ২:৪০:০০ PM
এক ঝাঁক বৃষ্টি হয় কখনো?হয়না। তবুও আমার এক ঝাঁক বৃষ্টি চাই। গ্রীষ্মের খা খা রোদে ঘামে ভেজা শরীরে কষ্ট ভেজা সুখ চাই। কৃত্রিম ভূকম্প চাই, সিক্ত বসন, উন্মাদ লাঠিয়ালের সপাৎসপাৎ আঘাতে সুখের রক্তিম বর্ষন চাই। তারপর আবার আমি এক ঝাঁক বৃষ্টি চাই। লাল বৃষ্টি, সাদা বৃষ্টি, ঘোলা বৃষ্টি কিংবা শীলা বৃষ্টি।
#নীলকান্...
- ২:৪০:০০ PM
ইস! সিদ্ধান্ত টা যদি সঠিক হত! **********----**************** কম্পিউটার এবং ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি আমার একরকম নেশা। ২০০৩/৪ সালে প্রথম যখন হাতে মোবাইল আসে ঠিক তখন থেকে এই ঘাটাঘাটি বেশ নিয়িমিত। আমার মোবাইল টিপাটিপি দেখে বাবা বলত,"এত টিপলে মোবাইল দুই দিনও টিকবে না"।আর বুঝতেই পারছেন তো যে,২০০২-০৩ সালে মোবাইল কত আকাঙ্খিত একটা বস্তু ছিল সবার কাছে। সে সময় ৫-৭ টাকা/মিনিট কথা বলতে হত বিভিন্ন দোকানে গিয়ে গিয়ে।তাও তার সাথে ছিল এন্টিনা লাগানো! সারা পাড়ায় ঘুরলে দু একজনের কাছে মোবাইল পাওয়া যেত।আর কারো হাতে যদি ক্যামেরা মোবাইল থাকত, তবে তো কথাই নেই!...
- ২:৩৪:০০ PM
খুব বেশি প্রয়োজন না হলে আয়নার সামনে দাড়ানো হয়না। আর দাড়ালেও চুলের এপাশ থেকে ওপাশ কোন মত চিরুনি চালিয়েই শেষ। আজ হঠাৎ ই আয়নায় নিজের বয়সের ভাটা পড়া দেখে থমকে গেলাম। একি! মাথার দু একটা চুল কি খুব বেশি চকচক করছে? প্রথমে মনে হলো সোনালী রঙের, কিন্তু ভালো ভাবে খেয়াল করতেই বুঝলাম, নাহ! এ তো ঠিক সোনালী না! সাদা সাদা কিছু একটা !! নিজের চোখকে কিছুক্ষন ভ্রম মনে হলো। আবারো ভালো ভাবে হাতড়ে দেখলাম,হ্যা ঠিকই। এ রঙ সাদাই। আমার চুলের যৌবন বুঝি শেষ হবার পথে। নিজের চোখে বয়সের ছাপ ফুটে উঠলো বেশ করে! কিন্তু কেন? হ্যা এটা তো ন্যাচারাল একটা ব্যাপার।আর আমি...
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫
- ৮:১৭:০০ PM
হয়ত একদিন, রক্তজবাটা বুড়ো হয়ে যাবে চামড়ার ভাঁজে ভাঁজে! যৌবনের রক্তাক্ত পাপড়ি গুলো একে একে নুইয়ে পড়বে সব। বয়সের চাপে পাংশুটে হবে সময়ের সব ব্যর্থ আয়োজন। সেদিনও আমি, আজকের আমিই রব, তোমার রক্তজবার পাপড়ি ছুয়ে করবো আলিঙ্গন!
হয়ত সেদিন দাড়াতে ভুলে যাবে আজকের দুরন্ত দামাল ছেলে! খসে পড়বে ভ্রমরের পাখা ধীরে ধীরে। হয়ত, রৌদ্রদগ্ধ জীবনের বেলা লুকোবে গোধূলির লাল মেঘের আড়ালে, অস্তগামী সূর্যের মত! হবে না শুকনো রক্তজবায় প্রাণের সঞ্চার, তবুও শুকিয়ে যাওয়া পাঁপড়িগুলো জীবন্ত হবে, উন্মত্ত স্মৃতির ছোঁয়ায় হবে অবনত। সেদিনও আমি, সেই আমিই রবো; যেভাবে আজ আছি,কাল ছিলাম!...
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫
- ৯:৫৬:০০ AM
সমগ্র ভাবে কোন সম্প্রদায় কে দায় করার আগে একবার ভাবুন।সবই ভালো কিন্তু অতিরিক্ত কিছুই ভালো না।
যারা মুসলমানদের ইচ্ছে মত তুলোধনা করছেন তাদের জন্য বলছি,
বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবেন না। মুসলমান রা জঙ্গি, মুসলমানরা রক্ষনশীল, গোঁয়ার,হত্যাকারী ইত্যাদি শব্দ যারা ব্যবহার করছেন তাদের পারিপার্শ্বিক, বহির্বিশ্বের অন্যান্য ধর্মীয় গোঁয়ার, রক্ষনশীল, জঙ্গি, হত্যাকারী সম্প্রদায় সম্পর্কে হয় জানার ঘাটতি আছে, না হয় জেনেও না জানার ভান করেন কিংবা চোখ বন্ধ করে আছেন।।
কোন মুক্তমনা কে দেখলাম না যে, কোন দেশে মুসলমানরা নির্যাতিত,অত্যাচারিত,...