বিরহের রাত্রীযাপন
-নীলকান্ত
নিয়ম করে পৃথিবীর সব চলছে।
দিনের আলো,রাতের আধার,
সন্ধ্যে আর গোধূলি,
আকাশের তারাগুলো ,হঠাৎ বৃষ্টিধারা ,
মেঘমালা সবই।
উলটো পথে হাটছি।
আমার দিন হয় গোধূলির সাথে সাথে
গোবরে পোকা আর ঝিঝি পোকা গুলোর মত।
আমার রাত হয় ক্লান্ত শ্রান্ত শরীরে ঊষা লগ্নে।
গোধূলি আর ঊষার বিবস্ত্র শরীরের মধ্যে
আমি পড়ে রই নিথরভাবে।
নির্জীব হৃদয়ে এরই মধ্যে প্রিয়তমার মুখখানিও
কখনো সখনো ভেসে উঠে
ভুঁই চাপা ফুলের মত। দেখি,
হাসি,তারপর আবার চাপা দেই হৃদয়ে।
আশা গুলো ভাসা ভাসা চোখে ভাসে। দেখি;
তারপর নিকোটিনের ধোয়ায় উড়িয়ে দেই দূরে...
ঐ দূর আকাশে।
যেখানে হাতরে বেড়ানোর সাধ্য আমার নেই।
তখন উলটো রথের যাত্রী এ মন, ছন্নছাড়া।
ভাবি,
কি আমি!
কেন আমি! কে আমি!!
ওল্ড পোষ্ট ফ্রমঃ ২০১৭