:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

শনিবার, ২০ আগস্ট, ২০২২

  • ১০:৩৬:০০ AM


স্বপ্নে বিভর বালিশ চেপে রাতটি কাটে,তোমার।
আর আমার?
আমি তো আধার রাত্রে জেগে থাকা ওই ঝিঝিপোকার মত।।

তোমার স্মৃতির দরজা খুলে যে শুধু আধারের বুকে আর্তনাদ খুঁজে ফেরে।
এই তো বেশ আছি।
কেটে যায় নির্ঘুম কিছু রাত একলা ঘরে।
তীব্র গরমের মাঝেও নিকোটিনের ধোয়ায়
কুয়াশার চাদর গায়ে জড়ায় চারপাশের বাতাসেরা।
তারপর সেই বাতাস ভারী হয়ে আসে
ফেলে আসা স্মৃতিদের পাপী আত্মার ভারে।
একেকটা দীর্ঘশ্বাসে বেড়িয়ে আসে
সময়ের মিথ্যে আয়োজনে নিভৃত নির্জনে।
হয়ত এভাবেই একদিন
বাতাসেরা আত্মাহুতি দেবে ফুসফুসের মধ্য থেকে।
হয়ত,
সেদিনও তুমি স্বপ্ন দেখবে ,
অন্য কারো গ্রীবাদেশে আধারের চুম্বন একে।
কিংবা অন্য কেউ দেখাবে তোমাকে।
  • ১০:৩০:০০ AM
বিরহের রাত্রীযাপন
-নীলকান্ত



নিয়ম করে পৃথিবীর সব চলছে।
দিনের আলো,রাতের আধার,
সন্ধ্যে আর গোধূলি,
আকাশের তারাগুলো ,হঠাৎ বৃষ্টিধারা ,
মেঘমালা সবই।
শুধু আমিই বোধহয় নিয়ম আর নীতির বাহিরে
উলটো পথে হাটছি।
আমার দিন হয় গোধূলির সাথে সাথে
গোবরে পোকা আর ঝিঝি পোকা গুলোর মত।
আমার রাত হয় ক্লান্ত শ্রান্ত শরীরে ঊষা লগ্নে।
গোধূলি আর ঊষার বিবস্ত্র শরীরের মধ্যে
আমি পড়ে রই নিথরভাবে।
নির্জীব হৃদয়ে এরই মধ্যে প্রিয়তমার মুখখানিও
কখনো সখনো ভেসে উঠে
ভুঁই চাপা ফুলের মত। দেখি,
হাসি,তারপর আবার চাপা দেই হৃদয়ে।
আশা গুলো ভাসা ভাসা চোখে ভাসে। দেখি;
তারপর নিকোটিনের ধোয়ায় উড়িয়ে দেই দূরে...
ঐ দূর আকাশে।
যেখানে হাতরে বেড়ানোর সাধ্য আমার নেই।
তখন উলটো রথের যাত্রী এ মন, ছন্নছাড়া।
ভাবি,
কি আমি!
কেন আমি! কে আমি!!
ওল্ড পোষ্ট ফ্রমঃ ২০১৭
Writer information NILKANTO