:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

শনিবার, ২২ মে, ২০২১

  • ৩:৪২:০০ PM

হঠাৎ তুমি এলে
একটা নিস্তব্ধ শহর চারদিকে ফাকা-
মনে হয় আমার দিকে আড়-চোখে তাকিয়ে আছে অপলক! 
আমাকে কিছু বলতে চায়।
বহু বছর জনশূন্য একটি শহর দাড়িয়ে আছে সারিসারি ভাবে, মৃত্যু অমৃত্যুর মাঝামাঝি তে!
নেই কোনো পাখির কিচিরমিচির শব্দ,নেই কোনো কোলাহল। 
এখনো কি স্বপ্ন দেখে সাজসজ্জায় রঙিন হতে?
আমি হতাশায় চেয়ে থাকি ইট,বালু,সিমেন্ট এর শহরে! 
ফিরিয়ে আনতে চাই আমি রক্তিম সূর্য কে,
আবার ফুটবে হাসি এই ধুলাবালির শহরে।

#নুসরাত_জাহান©

  • ৩:২৮:০০ PM
নুসু

নুসু বাবু বেজায় কাবু, 
কাজ দেখলে পায় ভীষণ ভয়!
রান্নাবান্নায় চটপটানি। 
খায় কম,কথা বলে বেশি!
আড্ডাবাজীতে পারদর্শী 
গল্পের মাঝে হাসে বেশি
হাসি আনন্দে মাখামাখি 
কান্না পেলে কথাই নাই
নাকের পানি,চোখের পানিতে পাগল প্রায়!
ভালোবাসা পেলে বিশ্বজয়
নুসুর জীবন স্বপ্নময়।।
Writer information NILKANTO