প্রিয়তমা,কতদিন হলো, বল তো!স্বপ্নভাঙা কষ্ট গুলির সুখ হারানোর আর্তনাদের?কতরাত গেল, ভাবো তো!আঁধার ঘরে চক্ষু দু'টির নিদ হারানোর অশ্রুজলের?দু-চার দিন? বছর,যুগ কিংবা শতাব্দী?হবে হয়ত।জানো,সময়ের মিথ্যে অহংকারে কত দিন রাত হয়?কত রাত তার জোসনা হারায় সূর্য তাপে?জানো হয়ত।!ডানাভাঙা পাখির মত স্বপ্নগুলোর আর্তনাদে দিনের আলো গোধূলির সাথে সাথে রাতের আধারে হারায়।আমি ভাবি,এই তো আজ রাতটা বুঝি আমার। পূব আকাশে সকালের উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে ভাবি,আজকের দিনটা বুঝি আমার।কিন্তু হায়! সেই দিন আর আমার থাকে না, সেই রাত আর হয় না আমার।এই সব দিন-রাত্রী...
সোমবার, ১৩ জুলাই, ২০২০
- ৯:১৬:০০ AM
হৃদয়ের কথা বলবার ভাষা
হারায়েছি কবে; জানিনা কোন সে ক্ষণ,
আপনারে হারায়ে আপনি বিষাদে
নিজেরে খুঁজে, গুমরে মরে মন।
মন মরে যায়, জীবিত খাঁচা পড়ে থাকে একা;
চলে কবিতাদের অনশন,
কবিতা! সেও উপহাস করে; মৃত মন নিয়ে,
চলে দাফনের আয়োজন।।
খাঁচা ছাড়া মন আমার, কবিতায়
আশা আর হতাশার দোলাচাল,
যাবে স্বর্গে, নাকি রবে মর্তে! ভাবায়
শব্দ আর নিশব্দের অন্তরাল।
(টু বি কন্টিনিউ.....)
#নীলকান্ত©
Date of Creation: 17/06/2020 at 23:23:00...