"Man is mortal" এর বাংলা অনুবাদ "মানুষ মরনশীল"-কিন্তু এটা কতটা যুক্তিসংগত??চিরন্তন সত্য এই বাক্য থেকে আমরা এটা নিশ্চিত যে, "Man" মানে "মানুষ"।আর মানুষ বলতে অবশ্যই পুরুষ মানুষ এবং মহিলা মানুষ উভয়কেই বুঝানো হচ্ছে।সে অনুযায়ী 'Man" শব্দটি একটি উভলিঙ্গ শব্দ। এবং তাই হওয়ার কথা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিন্তুআমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি তাতে Man এর স্ত্রী লিঙ্গ আছে।ছোটবেলা থেকেই পড়েও এসেছিা।Boy-Girl,He-SheMan-Womanযদি MAN দ্বারা পুরুষ ও মহিলা উভয়কেই বুঝানো হয় তবে লজিক্যালি এর স্ত্রী লিঙ্গ"WOMAN" থাকার কথা না।আর...