ওসব মিথ্যে কথা, কুকুর বেড়াল মূতলেই(প্রস্রাব) যে হয় ব্যাঙের ছাতা!
আরে, ইদানীং ঘরের ভিতর কোন কুকুরে মূতে দিলো কোন সে ক্ষণে! ন্যাড়া কুকুর কুকুর হলেও মূতে ঘরের কোণে। কে রাখে তার খবর! স্যুট বুট পড়ে থাকা কুকুরগুলো মূতে ঘরের ভিতর!
দেশে আবার এদের বড়ই কদর, ব্যাঙের ছাতা তৈরি করে পায় জামাই আদর। মিছিল মিটিং সভা গমগম ব্যাঙাচিদের হয় সেথায় আগমন, কুকুর গুলো মূতলেও পড়ে কোথা ব্যাঙাচিদের লম্ফ চলে সেথা।
ভাই-ভাই কুকুর বেড়াল গুলো বানায় ছাতা ব্যাঙাচিদের জন্য। কুকুর বেড়াল প্রশস্তিও গায়, মূতেও হয় ধন্য। বাঙাচিরা বাহবা দেয় ব্যাঙের ছাতার জন্য...
বুধবার, ২৪ আগস্ট, ২০১৬
বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
- ১২:১৭:০০ AM
একটা যান্ত্রিক শরীর চাই আমার।কামহীন,কামনা হীন,বাসনাহীন, আশাহীন, স্বপ্নবিহীন একটা যান্ত্রিক শরীর । যেন, সিএফসি বাড়লেও শরীরের বরফ না গলে যায়, হিমালয় কিংবা এন্টার্কটিকার জমানো বরফের মত। কিংবা বরফ গলা কামনার সমুদ্রের উচ্চতা বেড়ে আঁধারের বুকে জেগে না উঠে শরীরের ভয়ানক পিপাসু সে দানব। আমি তেমন একটা যান্ত্রিক শরীর চাই।
আমি একটা যান্ত্রিক শরীর চাই, যার হৃদয়ে ভালবাসার কোন ঠাই হবেনা। কোন উষ্ণ কমল স্পর্শেও যার আগ্নেয়গিরি আর কখনো ভিসুভিয়াস হবেনা। আমি তেমন একটা যান্ত্রিক শরীর চাই আমার।
আমি রাতের আঁধারকে জড়িয়ে ঘুমোতে চাই, পৃথিবীর মত। শরীরের...