সোমবার, ৩০ মে, ২০১৬
বুধবার, ২৫ মে, ২০১৬
- ৫:০৯:০০ PM
(মডেল ও অভিনেত্রী সাবিরা হোসাইনের আত্মহত্যা আমাকে ব্যথিত করেছে। তাই স্বর্গ কিংবা নরকের ঠিকানায় আমার এ চিঠি।)
সাবিরা,
তোমার ওখানে কি আমার এ চিঠি পৌছবে? তোমার ঠিকানা যে জানিনা। তবুও লিখছি।
তোমার ওখানে কি আমার এ চিঠি পৌছবে? তোমার ঠিকানা যে জানিনা। তবুও লিখছি।
সাবিরা,
কত সহজেই তুমি পৃথিবী ছাড়লে,মায়া কাটালে সব কিছুর!সত্যিই,তোমার সাহসের প্রশংসা না করে পারি না। কিন্তু দেখ, কি নির্লজ্জের মত আমি এখনো বেঁচে আছি! কি বেহায়ার মত!
যে বেদনা নিয়ে তুমি চলে গেলে তেমনি বেদনা নিয়ে আমি আজো বেঁচে আছি নির্লজ্জ বেহায়ার মত।
তোমার মত আমারো সেদিন উচিত ছিলো পৃথিবী কে গুডবাই জানানোর। কিন্তু পারিনি। কিভাবে পারব বল, তোমার মত ওত শত সাহস আমার ছিলো না। তবুও শক্ত হাতে ধরা ধারালো ছুরিটা বারবার পেট কিংবা গলার চামড়ায় ধরেছি।তারপর তোমার মত আমারো অবহেলা আর অপমানের অসহ্য যন্ত্রণায় বুক ফেটে হুহু করে কান্না এসেছে। রাগে,ক্ষোভে অভিমানে তখনই পৃথিবী ছাড়ব বলে পণ করেছিলাম। কিন্তু ছুরির ডগায় নিজের মৃত্যু দেখার সাহসটা আর জুটাতে পারিনি।
চোখের সামনে বাবা-মায়ের অশ্রু ভেজা চোখ,দাদা-দাদীর অকৃত্রিম ভালবাসার হাজারো স্মৃতি, প্রিয় ঘর,প্রিয় বাঁশের বাঁশিটি বারবার ভেসে উঠেছে। জীবন আর মৃত্যুর টানা পোড়নে শেষ অবধি জীবনটাকে আর হারাতে পারিনি।
কত সহজেই তুমি পৃথিবী ছাড়লে,মায়া কাটালে সব কিছুর!সত্যিই,তোমার সাহসের প্রশংসা না করে পারি না। কিন্তু দেখ, কি নির্লজ্জের মত আমি এখনো বেঁচে আছি! কি বেহায়ার মত!
যে বেদনা নিয়ে তুমি চলে গেলে তেমনি বেদনা নিয়ে আমি আজো বেঁচে আছি নির্লজ্জ বেহায়ার মত।
তোমার মত আমারো সেদিন উচিত ছিলো পৃথিবী কে গুডবাই জানানোর। কিন্তু পারিনি। কিভাবে পারব বল, তোমার মত ওত শত সাহস আমার ছিলো না। তবুও শক্ত হাতে ধরা ধারালো ছুরিটা বারবার পেট কিংবা গলার চামড়ায় ধরেছি।তারপর তোমার মত আমারো অবহেলা আর অপমানের অসহ্য যন্ত্রণায় বুক ফেটে হুহু করে কান্না এসেছে। রাগে,ক্ষোভে অভিমানে তখনই পৃথিবী ছাড়ব বলে পণ করেছিলাম। কিন্তু ছুরির ডগায় নিজের মৃত্যু দেখার সাহসটা আর জুটাতে পারিনি।
চোখের সামনে বাবা-মায়ের অশ্রু ভেজা চোখ,দাদা-দাদীর অকৃত্রিম ভালবাসার হাজারো স্মৃতি, প্রিয় ঘর,প্রিয় বাঁশের বাঁশিটি বারবার ভেসে উঠেছে। জীবন আর মৃত্যুর টানা পোড়নে শেষ অবধি জীবনটাকে আর হারাতে পারিনি।
বুকে জমা অবহেলা আর অপমানের রাগ, ক্ষোভ, অভিমান শেষ পর্যন্ত নতুন এক আমিকে জন্ম দিয়েছে সেদিন। যার বুকে লালিত হচ্ছে প্রতিশোধের সুপ্ত আগ্নেয়গিরি । হয়ত একদিন আমারো সময় হবে যেদিন আমি সেই অবহেলা,অপবাদ আর অপমানের দাঁত ভাঙা জবাব দেব।
সাবিরা,
আমি আমার কষ্টকে বদলে ফেলেছি সাবিরা। তবে তুমি কেন পারলে না? কেন তুমি নিজে হেরে জিতিয়ে দিলে ভালবাসার দস্যুদের!!
সাবিরা,
তোমার জন্য কষ্ট হচ্ছে সাবিরা। কষ্ট হচ্ছে এই জন্যে যে,আমি তোমার সঙ্গী হতে পারলাম না। হয়ত সেদিন আমি হারিয়ে গেলে আজ তুমিই আমার সঙ্গী হতে! কিন্তু তা আর হলো না, সাবিরা।তা আর হয়না।
আমি আমার কষ্টকে বদলে ফেলেছি সাবিরা। তবে তুমি কেন পারলে না? কেন তুমি নিজে হেরে জিতিয়ে দিলে ভালবাসার দস্যুদের!!
সাবিরা,
তোমার জন্য কষ্ট হচ্ছে সাবিরা। কষ্ট হচ্ছে এই জন্যে যে,আমি তোমার সঙ্গী হতে পারলাম না। হয়ত সেদিন আমি হারিয়ে গেলে আজ তুমিই আমার সঙ্গী হতে! কিন্তু তা আর হলো না, সাবিরা।তা আর হয়না।
সাবিরা,
তোমার জন্য আমার কষ্ট হয়।কষ্ট হয় এ জন্যে যে,যাদের কারনে তুমি পৃথিবী ছাড়লে তারা এখনো ঘুরে বেড়ায় লোমশ বুক ফুলিয়ে। তাদের কাছে তুমি ...
থাক আর কিছু বলব না।
ভাল থেক সাবিরা।নরকে আছো নাকি স্বর্গে আছো সেটা জানিয়ে পত্র দিও।ওহ ! তা তো আর হয় না।হবে না। হওয়ার কথাও না।
ভাল থাক সাবিরা। ভাল থাক তোমার মত আর সব সাবিরারা । ভাল থাক মৃত্যুঞ্জয়ীরা।
ইতি
মৃত্যুঞ্জয়_নীলকান্ত
মঙ্গলবার, ১৭ মে, ২০১৬
- ১২:১৬:০০ AM
নায়িকা,
বৈশাখী মেলায় ঘুরবো বলে কত কিই না ভেবে রেখেছিলাম!ভেবেছিলাম, তুমি পড়বে লাল পেড়ে বৈশাখী শাড়ি আর আমি সাদা পাঞ্জাবী। তোমার কপালে থাকবে লাল টিপ,ঠোটটা রাঙিয়ে নেবে হালকা গোলাপি লিপিষ্টিকে।
আর রেশমি লাল চুড়িতে ভর্তি থাকবে দুটি হাত। যদিও লাল জিনিসে রয়েছে আমার যথেষ্ট এলার্জি, তবুও একদিনের জন্য অন্তত সেভাবেই সাজিয়ে তোমার বৈশাখী সৌন্দর্য উপভোগে আমার বিন্দুমাত্র অনীহা ছিল না। বরং গোলাপী ঠোটটাকেও লাল করার জন্য মোক্ষম সময় বুঝে লিপিষ্টিকের পরিবর্তে ভালবাসার রংটা ছিটিয়ে দিতাম!!
বৈশাখী মেলায় ঘুরবো বলে কত কিই না ভেবে রেখেছিলাম!ভেবেছিলাম, তুমি পড়বে লাল পেড়ে বৈশাখী শাড়ি আর আমি সাদা পাঞ্জাবী। তোমার কপালে থাকবে লাল টিপ,ঠোটটা রাঙিয়ে নেবে হালকা গোলাপি লিপিষ্টিকে।
আর রেশমি লাল চুড়িতে ভর্তি থাকবে দুটি হাত। যদিও লাল জিনিসে রয়েছে আমার যথেষ্ট এলার্জি, তবুও একদিনের জন্য অন্তত সেভাবেই সাজিয়ে তোমার বৈশাখী সৌন্দর্য উপভোগে আমার বিন্দুমাত্র অনীহা ছিল না। বরং গোলাপী ঠোটটাকেও লাল করার জন্য মোক্ষম সময় বুঝে লিপিষ্টিকের পরিবর্তে ভালবাসার রংটা ছিটিয়ে দিতাম!!
যাই হোক,
বড্ড ইচ্ছে ছিলো সারা মেলা ঘুরে
যদুনাথের সস্তা চুড়িমালার দোকান থেকে তোমার জন্য নেব কানের দুল,নাকের নথ,চুলের খোপা আর তোমার মেঘকালো চুলগুলোকে পরিপাটি করে রাখতে দোকানের সবচেয়ে দামি চিরুনিটা কিনে নেব পাক্কা দশ টাকা দিয়ে। তারপর ঘুরতে ঘুরতে মেলার শেষ প্রান্তে বসে থাকা কুদ্দুস বাশিয়ালের কাছ থেকে বাঁশের বাঁশি হাতে নিয়ে হয়ে যাব আমি কৃষ্ণ,তুমি রাধা!
বড্ড ইচ্ছে ছিলো সারা মেলা ঘুরে
যদুনাথের সস্তা চুড়িমালার দোকান থেকে তোমার জন্য নেব কানের দুল,নাকের নথ,চুলের খোপা আর তোমার মেঘকালো চুলগুলোকে পরিপাটি করে রাখতে দোকানের সবচেয়ে দামি চিরুনিটা কিনে নেব পাক্কা দশ টাকা দিয়ে। তারপর ঘুরতে ঘুরতে মেলার শেষ প্রান্তে বসে থাকা কুদ্দুস বাশিয়ালের কাছ থেকে বাঁশের বাঁশি হাতে নিয়ে হয়ে যাব আমি কৃষ্ণ,তুমি রাধা!
কিন্তু দেখ,
কিছুই হলো না তার।
কত কপোত কপোতি এলো-গেলো
যদুনাথের দোকানে!
কতজন নিয়ে গেল কত কিছু!
শুধু তোমার হাতটি ধরে যাওয়া হলো না আমার।
বাঁশিয়ালের বাঁশের বাঁশিতে কত সুর উঠলো,
কত শত তরঙ্গ ভেসে গেলো বাতাসে,
শুধু আমারই কৃষ্ণ হওয়া হলো না আর,
না তুমি হলে রাধা !!
কিছুই হলো না তার।
কত কপোত কপোতি এলো-গেলো
যদুনাথের দোকানে!
কতজন নিয়ে গেল কত কিছু!
শুধু তোমার হাতটি ধরে যাওয়া হলো না আমার।
বাঁশিয়ালের বাঁশের বাঁশিতে কত সুর উঠলো,
কত শত তরঙ্গ ভেসে গেলো বাতাসে,
শুধু আমারই কৃষ্ণ হওয়া হলো না আর,
না তুমি হলে রাধা !!
দেখতে দেখতে বৈশাখী মেলা শেষ হলী। মাসটাও কেটে গেলো চোখের পলকে। কিন্তু খেয়াল করেছ কি?
এবারের বৈশাখ টা যেন অপূর্ণ! ঠিক তোমার আমার অপূর্ণ চাওয়াগুলোর মত। ঝড় হীন,বৃষ্টিহীন। এ যেন হৃদয়ের এক না পাওয়ার আর্তনাদ। খররোদ্রে জমিনের বুকে চির ধরে যেমন, কিংবা প্রচণ্ড খরায় একপশলা বৃষ্টির জন্য চাতক চেয়ে থাকে যেমন তেমনি।
তাই আজ আর কোন অজুহাত নয়,নয় কোন অপ্রয়োজনীয় বাক্যালাপ।আজ দুজনে হাটবো শুধু যেভাবে কথা ছিলো মনে মনে। তোমার পড়নে থাকবে লাল পেড়ে শাড়ি,হাতে রেশমি চুড়ি,কপালে লাল টিপ,ঠোঁট রাঙবে ঠোঁটের উষ্ণতায়। খালি পায়ের নিচে থাকবে সবুজের বিছানা আর আকাঁশে থাকবে রূপোলী চাঁদ!
নায়িকা,
আজ আমি তোমার স্বপ্ন হবো।হাজার বছর ধরে যে স্বপ্ন বুনেছি তুমি আর আমি।।।
এবারের বৈশাখ টা যেন অপূর্ণ! ঠিক তোমার আমার অপূর্ণ চাওয়াগুলোর মত। ঝড় হীন,বৃষ্টিহীন। এ যেন হৃদয়ের এক না পাওয়ার আর্তনাদ। খররোদ্রে জমিনের বুকে চির ধরে যেমন, কিংবা প্রচণ্ড খরায় একপশলা বৃষ্টির জন্য চাতক চেয়ে থাকে যেমন তেমনি।
তাই আজ আর কোন অজুহাত নয়,নয় কোন অপ্রয়োজনীয় বাক্যালাপ।আজ দুজনে হাটবো শুধু যেভাবে কথা ছিলো মনে মনে। তোমার পড়নে থাকবে লাল পেড়ে শাড়ি,হাতে রেশমি চুড়ি,কপালে লাল টিপ,ঠোঁট রাঙবে ঠোঁটের উষ্ণতায়। খালি পায়ের নিচে থাকবে সবুজের বিছানা আর আকাঁশে থাকবে রূপোলী চাঁদ!
নায়িকা,
আজ আমি তোমার স্বপ্ন হবো।হাজার বছর ধরে যে স্বপ্ন বুনেছি তুমি আর আমি।।।
#নীলকান্ত®