ঠাকুরগাঁ এর আবহাওয়া টা বেশ ভালো। আর সব বসন্তের ন্যায় দিনে এখানেও ঝলমলে রোদ পড়ে তবে তাপমাত্রা টা ঢাকার মত ওতটা পোড়ায় না। আর বেলা গড়ালেই হিমালয়ের কাছাকাছি কোথাও এসে পড়েছি তার আঁচ পাওয়া যায়। ঢাকায় যেখানে রাত দিন চব্বিশ ঘন্টা এসি কিংবা ফ্যান ছাড়া চলেই না,সেখানে এই মার্চের শেষার্ধেও ফ্যান না চালিয়ে দিব্যি থাকা যায়।। শুধু ফ্যান চালানোর প্রয়োজন হয়না তা না,বরং রীতিমত কাঁথা কিংবা লেপ গায়ে দিয়ে থাকা যায়।
কিন্তু এরকম সময়েও আমি ফ্যান চালালাম। রেগুলেটর ঘুরিয়ে বেশ খানিকটা জোড়েই ফ্যান ছেড়েছি।উদ্দেশ্য গরম কে তাড়াবো বলে নয়,বরং মাথার মধ্যে রাগের ঝিঝি পোকারা...
বুধবার, ২৩ মার্চ, ২০১৬
- ১:১৯:০০ PM
এ যেন অভিকর্ষের চিরায়ত নিয়মে বাধা পড়া। তাই তোমাকে ঘিরেই আবেগগুলো কেন্দ্রীভূত হয়। ভূত থেকে ভবিষ্যৎ সবকিছু যেন আষ্টেপৃষ্ঠে বাধা পড়ে থাকে সেখানে। ঘূর্ণনের নিম্নমুখী চাপেও মাঝে মাঝে কষ্টের রকেটলঞ্চারে উর্ধ্বমুখী হই। কিন্তু সম্পর্কের বন্ধন ছিন্ন করার দুঃসাহস হয়না কখনো, ফিরে ফিরে আসি বারবার তোমার জমিনে। তবেই এটাই কি আমার দূর্বলতা...
- ১:১৭:০০ PM
আমি কি মানুষ নই! আমি বোধহয় মানুষ নই। মানুষের রক্তের রং লাল হয়,আমার রক্ত খয়েরী কিংবা বাদামী। মানুষ হলে রক্তের প্রতিটি কণায় উত্তাপ থাকত, আমার রক্ত ঠান্ডা-শীতল। আমি মানুষ নই, মানুষ হলে আবেগের জায়গা থাকত, মান-অভিমানের জায়গা থাকত, হৃদয় থাকত। আমার হৃদয় নেই, মান-অভিমান আর আবেগ থেকে আমি বহুদুর।। আমি বোধহয় সত্যিই কোন মানুষ নয়।
নীলকান্ত...