:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

  • ৮:০৫:০০ PM
অসমাপ্ত কাব্যের ইতি টেনেছি সে সেদিনই,
যেদিন তুমি এলে।
টোল পড়া গালের হাসি,
বাঁকা চোখের চাহনি থেকে হাজার শাহনামার শব্দ নিয়ে 
তাতেই কাব্যের ইতি টেনেছি,
তারপর 
উড়েছি ডানা মেলে,স্বপ্ন নিয়ে।

অসমাপ্ত গল্পের তানপুরা টার যে তার ছিঁড়েছে,
বেসুরা বাদকের হাতে তাতেঈ আবার সুর মিলেছে।
ছন্নছাড়া জীবন নায়ের
ভাঙা দাঁড়েই টান পড়েছে! 
তোমার দেয়া স্বপ্ন নিয়ে।

সেইসব গুমরে মরা কষ্ট গুলোর দিন গিয়েছে,
এবার
অগনিত বায়ু চুম্বন সব বুকের মাঝে
ভর করেছে।
কম কি তা? 
ফেলে রাখা কলম এবার মুখ খুলেছে,
অসমাপ্ত কবিতাগুলো প্রাণ পেয়েছে,
কম কি তা?

না,কম কিছু নয়।
এ যে ভাঙা ডালায় মুক্তো মণির
ভর পড়েছে।
জীবন এবার উজান গাঙে হাল ধরেছে।
সেই সেদিন থেকে..
যেদিন তুমি এলে,
ঘর বাঁধার স্বপ্ন নিয়ে,কাব্য নিয়ে,গল্প নিয়ে
জীবন রাঙানোর রং তুলি আর
নিবিড় ভালোবাসার জোসনা নিয়ে।।। 

#নীলকান্ত

শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

  • ৭:৩৭:০০ PM
পথেরও শেষ হয়, 
ক্লান্তিতে নুইয়ে পড়ে অশরীরী মন,
বিষাদের ছায়া ঠেলে বারে বারে ফিরি,
অতীতের বুকে, 
যদি তবু এতটুকু সুখ খুঁজে পাই।।
 
তারপর,
স্বপ্নের গলা টিপে
চেয়ে সদূরে,
ভুলে যাই 
আমি আর তো সেই আমি নাই।।

#নীলকান্ত©

বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

  • ৩:২৮:০০ AM
তখন ২০১৫ সাল। জানুয়ারি মাস। তারিখ সম্ভবত ৫ ছিলো যেদিন আমার একশত বিশ শতাব্দীর যাত্রা শুরু হয়েছিলো। 

আজো সেই স্মৃতি বারেবারে ফিরে আসে স্মৃতিপটে। বেদনার জ্বলোচ্ছাস আছড়ে পড়ে হৃদয়তটে।
আমি নিরুপায় চেয়ে রই।।
Writer information NILKANTO