:::: MENU ::::
  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

  • ১২:১০:০০ AM
এ সম্পর্কের কোন নাম দিও না। ধরে নাও, এ এক অজানা সম্পর্ক দুজনের মাঝে। পৃথিবী আর সূর্যের মত। 
দূরে থেকে একজন আলো দেয় আর অন্যজন বেঁচে থাকে। কিন্তু কেউ কাউকে ছুতে পারে না। যেখানে তোমাকে কেন্দ্র করে আমার অবিরত আবর্তন। আর নিজের অবস্থানে অবিরত ঘুরে ঘুরে দিশাহারা হই, ছুটে চলি তোমার একটু আলো পাবার আশায়।


ধরে নাও, এ সম্পর্ক আলো আর আধারের মত। কেউ কাউকে ছাড়া নই। আবার গোধূলি ছাড়া আমাদের মিলন হয়না কখনো। 

#নীলকান্ত





 
 

সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

  • ৮:২৬:০০ PM
অতঃপর এক চিলতে জোসনার আশায় আমি আমবস্যার ঘুটঘুটে অধারে হাতড়ে বেড়াই পূর্ণিমার চাঁদ।
স্মৃতির দূর্গে অবরুদ্ধ আমার ক্ষমাহীন অপরাধ।
সময়ের যাতাকলে পিষ্ট অনুভূতিগুলো
অন্তরে শুধু সীমাহীন অবসাদ।

এরই মাঝে প্রিয়তমার নীকশকালো চোখে 
ঝরে নায়াগ্রার জল একাধারে, 
জলোচ্ছ্বাসে ভাসে আমার হৃদয়ের আঙিনা
চুপিসারে, অমবস্যার ঘুটঘুটে আধারে।। 


#নীলকান্ত 


Writer information NILKANTO