খুব হতাশায় সাহস পেতে এখনো কি আমায় খুঁজিস! ঘুমের ঘোরে কোলবালিশ টাকে আমায় ভেবে জাপটে ধরিস? সন্ধ্যেবেলায় উড়লে চুল এলোমেলো ঝড়ো হাওয়ায় গন্ধ নিতে আমায় ভাবিস? আধার রাতে দুড়ুমদুড়ুম বজ্রপাতে বুকের মাঝে মুখ লুকাতে এখনো কি আমায় খুজিস? পাড় হতে ব্যস্ত শত রাস্তাঘাট এখনো কি ধরবো বলে বাড়াস হাত? ফুচকাওয়ালা দেখলে পড়ে এখনো কি ভেতরটা তোর দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে? এখনো কি আমার মতই তোরও কাটে প্রতিটি রাত, অন্য কারো বুকের মাঝে, আমায় ভেবে! ধরে রেখে অন্য হাত!! #নীলকান্ত©...