২০২০ সালের ফেব্রুয়ারি মাসে আমি প্রচন্ড অসুস্থ হয়েছিলাম। এতটাই অসুস্থ যে, জীবনে প্রথমবারের মত আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো। আমার কপাল ভালো ছিলো কারণ,তখনো বাংলাদেশে কোন করোনা রুগী ধরা পড়েনি। অন্যদিকে চীন, স্পেন কিংবা ইটালিতে তখন করোনার প্রাদুর্ভাব প্রচণ্ড। আর তখন একটা ধারণা ব্যাপকভাবে প্রচলিত ছিলো যে, শুধুমাত্র যারা বিদেশফেরত(বিশেষ করে চীন,ইটালি ফেরত) কারো সংস্পর্শে গিয়েছে তাদেরই করোনা হবে। তা না হলে হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং বলাই যায় যে, আমার করোনা হয়নি বা হবে না। কারণ আমি তখনও কোন বিদেশফেরত আত্মীয়,স্বজন,বন্ধু,বান্ধব বা পরিচিত কারো সংস্পর্শে...