জানি আমায় ছেড়ে তোমার হাতেএখন অন্য কারো হাত,তোমার বুকে অন্য কেউআমার একলা কাটে রাত।। ফেলে আসা সেসব পৌষের শীত কুয়াশায় ঘেরা দিন,বুকের মাঝে উষ্ণতা খুঁজে ফেরা কতশত স্বপ্নে ছিল যে রঙিন।।ডিম লাইটের সবুজ আলোয় সংসারের মানে খোঁজা,ফেলে গেছো দূরে তবু আজোসেই স্মৃতিগুলো আছে তাজা।আমাদের সেই সব দিন রাত।।জানি আমায় ছেড়ে তোমার হাতেএখন অন্য কারো হাত,তোমার বুকে অন্য কেউআমার একলা কাটে রাত।।আকাশের চাঁদ,র্যুপালি জোসনাজোনাকিদের সাজঘর। গোধূলির রঙে লেখা হত কতগল্প অতঃপর।সবই ঠিক ছিল, তবু তুমি ছিলেনা,না, তোমার মাঝেতে আমি।অতিথি পাখির মত...