:::: MENU ::::
  • slider image 3

    I am who I am because of you.

  • slider image 1

    Take my hand, take my whole life too.

  • slider image 2

    I never want to live without you

  • slider image 3

    I am who I am because of you.

  • slider image 1

    Take my hand, take my whole life too.

  1. 1
  2. 2
  3. 3

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

  • ১২:২৯:০০ AM
এভাবেই অপেক্ষায় কেটে যাবে সময়তুমি ঘুমের রাজত্বে আর আমি অন্ধকারের পাহারায়।অথবা ঘুমোবে বলে এক প্রান্তে সংযোগ বিচ্ছিন্ন, তো অন্য প্রান্তে নতুন সংযোগ,কারো বুকে হাহাকার তো,কেউ কুড়োবে ভালবাসা।এভাবেই ত শেষবার, সব শেষ হয়েছিলো আমাদের!তুমি ঘুমের রাজ্যে স্বপ্নেবিভর,আমি স্বপ্নহারা,ঘুমছাড়া।।(মিসড কল)-"সন্দেহ দূর হলো?"কবিতা লিখছি।কোন এক অন্ধ বিশ্বাস এর ফসল ছিলো অবিশ্বাসের ক্ষড়্গ বাণ,আমার ছিল বিশ্বাস আর তোমার ছিল অন্য টান।কবিতা লিখতেছি। এগুলোকে সিরিয়াসলি নিও না।কেমন?😊-"না না,সিরিয়াসলি নিব কেন? আমি তো জানি আপনি এসব কেন লিখছেন?"মিসড কল তো, তোমায় মিস করছি তাই দিয়েছি।সন্দেহ...

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

  • ১১:৩৬:০০ PM
তোকে নতুন করে ভালবাসার পর ভুলে যেতে চাই আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ।তোর ঠোঁটে একে দিতে চাই চুম্বনের রেখা,অতৃপ্ত আত্মার স্বর্গে যাবার পথ।  তোকে ভালবেসে, তোর চোখে খুঁজে নিতে চাইবেহেশতের অমৃতরস, দুধেল নদী, কাউসারের রাহীক্ব।তোকে ভালবেসে তোর বুকে খুঁজে নেব,বেহেশতের মিশক আম্বরের ঘ্রাণ।। তোকে ভালবাসার পর, আরেকটা ইলিয়ড-ওডিসি লিখতে চাই,আরেকটা ট্রয় ধ্বংস হলে হোক,হেলেনের বুকে মেখে থাক রক্তের গন্ধ-আমাকে আর তোকে নিয়ে লেগে যাক তীব্র দ্বন্দ্বদেবদেবী তে।আমি তখন,তুই নামের আফ্রিদিতীর প্রেমে বুদ হবো,যুদ্ধ ঘোষনা করব দেবালয়ে।তোকে নতুন করে ভালবাসার...
  • ১১:৫৯:০০ AM
তোকে নতুন করে ভালবাসার পর ভুলে যেতে চাই আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ।তোর ঠোঁটে একে দিতে চাই চুম্বনের রেখা,অতৃপ্ত আত্মার স্বর্গে যাবার পথ।  তোকে ভালবেসে, তোর চোখে খুঁজে নিতে চাইবেহেশতের অমৃতরস, দুধেল নদী, কাউসারের রাহীক্ব।তোকে ভালবেসে তোর বুকে খুঁজে নেব,বেহেশতের মিশক আম্বরের ঘ্রাণ।। .......(সংক্ষিপ্ত) - নীলকান্ত০২:০০:০০০৯/১০/২০ইং...
Writer information NILKANTO