পুরুষ মানুষকে যদি কোন স্ত্রী বশে রাখতে চান, তবে তার সাথে ভাল ব্যবহার করুন, যা বলে তাই শুনুন, দিন কে রাত, রাত কে দিন বললে মেনে নিন।তারপর রাতের বেলায় ঠান্ডা মাথায় সুন্দর করে আপনার আবদার টা উপস্থাপন করুন। যদি আপনার আবদার শুনে সে রাগ করে তবে তার কথা মেনে নিন। এরপর, রাগ না করে হাসিমুখে তাকে বিষয়টি বুঝিয়ে বলুন।দেখবেন আমতা আমতা করলেও সময় মত আপনার কাজ হয়ে গেছে। এবার আরেকটা কথা বলি, আপনি কি সারাজীবন শুধু কম্প্রোমাইজ করে চলবেন? না, সুন্দর সম্পর্কের জন্য উভয় পক্ষকে কম্প্রোমাইজ করতে হয়। শুধুমাত্র স্ত্রী কিংবা স্বামী সারাজীবন কম্প্রোমাইজ করে চললে...