আমার ও------------দু'চোখ ভরা অভিমান নিয়ে ও প্রায়ই বলে,"তুমি আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাও না। ""বল তো,আমাকে নিয়ে তুমি কোথাও বেড়াতে গেছো? "তারপরওর অভিমানী চোখের পাতায় না পাওয়ার শিশিরেরা ভর করে । আমি একটু ভেবে দেখি,সত্যিই তো, ওকে নিয়ে কোথাও সেভাবে ঘোরা হয়নি!আমাদের সীমাবদ্ধ ঘোরা ফেরা শুধু সাত মাথা থেকে খোকন পার্ক আর বড়জোর বিসিএল কিংবা কোয়ালিটিরর ফাস্ট ফুড শপ।তার বাইরে তেমন কোথাও যাওয়া হয়নি।এমনকি এক দেড় ঘন্টার বেশি বাহিরে যে ওকে সময় দিতে পেরেছি তাও না! বরং যা দিতে পেরেছি তা হল, অনাগত ভবিষ্যৎ জীবনে দু'জন সারা দেশ ঘুরে বেড়াবো সেই অনিশ্চিত প্রতিশ্রুতি।তবে...
বুধবার, ১৪ আগস্ট, ২০১৯
বুধবার, ৭ আগস্ট, ২০১৯
- ৯:৩২:০০ AM
জীবন থেকে সুখ গুলো সব উড়ে গেছে,
ব্যর্থতারা ছায়ার মত পিছু লাগে।।
হতাশার ছানিপড়া চোখে, আশার আলোও যেন আধারে ডাকে।
স্বপ্নগুলো সব ধরাশায়ী তাই হৃৎপিন্ডের ব্লকেজে,
আমি যে হেরে গেছি আজ জীবনের শো-কজে।
ভাবি, মৃত আর অমৃতের মাঝে আমি এক সাদাকালো জঞ্জাল।
আমাকে গ্রাস করেছে তাই নিরাশা, ব্যর্থতা আর
বেকারত্বের ধূসর কঙ্কাল।।
নীলকান্ত©
...